নিজস্ব প্রতিবেদক:
‘ছাত্র জনতার অঙ্গীকার, নিরাপদ সড়ক হোক সবার’ এই প্রতিপাদকে সামনে রেখে চুয়াডাঙ্গায় পেশাদার গাড়ী চালকদের নিয়ে রিফ্রেশার প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল ১১ টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ(বিআরটিরএ) এর খুলনা বিভাগের উপপরিচালক (ইঞ্জিনিয়ারিং) তানভীর আহমেদ। প্রশিক্ষণে চুয়াডাঙ্গা জেলার প্রায় ৬০ জন পেশাদার বাস মিনিবাস গাড়ী চালকদের সড়কে গাড়ী চালনা বিষয়ে হাতে কলমে প্রশিক্ষণ দেয়া হয়।
এসময় প্রশিক্ষণ অনুষ্ঠানের প্রধান অতিথি চুয়াডাঙ্গা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নয়ন কুমার রাজবংশী বলেন, সড়কে নিয়ম কানুন অনুযায়ি গাড়ি চালাতে হবে চালকদের। সড়কে সিগনাল গুলা খেয়াল করে গাড়ী চালাতে হবে। সচেতনতার সাথে গাড়ী পার্কিং করতে হবে। সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে সড়কে ট্রাফিক নিয়ন্ত্রণ ও যানজট নিরসনে শিক্ষার্থীদের অংশগ্রহণ ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে। সড়কে নিরাপত্তা নিশ্চিতে যথাযথভাবে প্রশিক্ষিত শিক্ষার্থী ও যুবসমাজের কার্যকর অংশগ্রহণ সড়কে দুর্ঘটনা, বিশৃঙ্খলা ও অনিয়ম রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমার বিশ্বাস। প্রথাগত সড়ক ব্যবস্থাপনার ব্যর্থতাকে চ্যালেঞ্জ করে ২০১৮ সালে সংঘটিত শিক্ষার্থীদের নিরাপদ সড়কের দাবিতে গণআন্দোলনের প্রত্যাশা পূরণের লক্ষ্যে নিরাপদ সড়ক নিশ্চিত করতে বর্তমান অন্তর্র্বতী সরকার সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। ত্রুটিপূর্ণ মোটরযান, ড্রাইভিং লাইসেন্সবিহীন অদক্ষ চালক, অবৈধ যানবাহন সড়ক নিরাপত্তার যে ঝুঁকি তৈরি করে, সড়ক পরিবহন মালিক-শ্রমিক তা উপলব্ধি করে এ থেকে বেরিয়ে আসতে পারলে নিরাপদ সড়কের প্রত্যাশা পূরণ অনেকটাই সহজ হবে।
এসময় আরও বক্তব্য রাখেন, চুয়াডাঙ্গা জেলা সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা: সাজিদ হাসান, চুয়াডাঙ্গা জেলা ট্রাফিক ইন্সপেক্টর (শহরে ও যানবাহন) সহিদুর রহমান, জেলা বাস মিনিবাস, মাইক্রোবাস ও কোচ শ্রমিক ইউনিয়নের সভাপতি এম জেনারেল প্রমুখ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বাংলাদেশ সড়ক পরিকহন কর্তৃপক্ষ(বিআরটিরএ) চুয়াডাঙ্গা সার্কেলের মোটরযান পরিদর্শক নজরুল ইসলাম, নিরাপদ সড়ক চাই চুয়াডাঙ্গা জেলা শাখার সাধারণ সম্পাদক জাকির হোসেন প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন পরিবহন মালিক সমিতির নেতারা।