আজ শনিবার | ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ

ভাষা পরিবর্তনঃ বাংলা ইংরেজি

ই-পেপার ভার্সন দেখতে ক্লিক করুন  e-paper

করোনা সচেতনতায় চুয়াডাঙ্গায় পুলিশের মাস্ক বিতরণ

নিজস্ব প্রতিবেদক:

করোনা সচেতনতায় সাধারন মানুষের মধ্যে মাস্ক বিতরণ করেছে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ। গতকাল বুধবার সকাল ১১টার দিকে শহরের শহীদ হাসান চত্বর এলাকায় এ কর্মসূচী পালন করা হয়। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জাহাঙ্গীর আলম।

করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় মানুষের মধ্যে জনসচেতনতা তৈরি করতে সাধারন মানুষের মধ্যে মাস্ক বিতরণ করা হয়। এ কর্মসূচীর মাধ্যমে মানুষকে মাস্ক ব্যবহারে নির্দেশনা দেয়া হয়। এসময় হ্যান্ড মাইকে সাধারন মানুষের উদ্দেশ্যে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান বলেন, ‘জীবন ও জীবিকার তাগিদে ঈদকে সামনে রেখে মার্কেট ও শপিংমল খুলে দেয়া হয়েছে। মার্কেটে যারা আসছেন বা ব্যবসা পরিচালনা যারা করছেন তাদের সবাইকে মাস্ক ব্যবহার করতে হবে। মাস্ক ছাড়া কেউ বাইরে বের হতে পারবেন না। মাস্ক ব্যবহার না করলে ঘরে অবস্থান করুন বাইরে আসার দরকার নেই।’

এসময় আরো উপস্থিত ছিলেন সদর থানার পরিদর্শক (তদন্ত) লুৎফুল কবীর, পরিদর্শক (অপারেশন) একরাম হুসাইন, সেকেন্ড অফিসার এসআই আশিকসহ থানা পুলিশের সদস্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অনুবাদ »