আজ শনিবার | ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ

ভাষা পরিবর্তনঃ বাংলা ইংরেজি

ই-পেপার ভার্সন দেখতে ক্লিক করুন  e-paper

বিশ্বকাপ বাছাইয়ের প্রথম ম্যাচের আগে বড় দুঃসংবাদ

স্পোর্টস ডেস্ক:
চলতি বছর প্রথমবারের মতো ওয়ানডে বিশ্বকাপ মঞ্চে জায়গা করে নিয়ে দেশবাসীকে আনন্দের উপলক্ষ এনে দিয়েছিল বাংলাদেশ নারী ক্রিকেট দল। এবার আবারও বিশ্বমঞ্চে লাল সবুজের পতাকা ওড়ানোর সুযোগ এসেছে তাদের সামনে, আজ টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্বের প্রথম ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে মাঠে নামবে টাইগ্রেসরা। ম্যাচটি শুরু হবে রাত ৯টায়। তবে তার আগে বড় দুঃসংবাদ এল বাংলাদেশ শিবিরে। ইনজুরিতে আর বাছাইপর্ব খেলা হবে না বাংলাদেশ নারী দলের দুই তারকা ক্রিকেটার জাহানারা আলম ও ফারজানা হক পিংকির। গতকাল অনুশীলনের সময় আঙুলে চোট পেয়েছেন পেসার জাহানারা। দুটো সেলাইও লেগেছে তার। সেরে উঠতে সময় লাগবে কমপক্ষে ১৫ থেকে ২০ দিন। ফলে দুবাই থেকে দেশে ফিরে আসতে হচ্ছে এই টাইগ্রেস অলরাউন্ডারকে। পিংকিকে অবশ্য চোটের কারণে হারায়নি বাংলাদেশ। তিনি কোভিড পজেটিভ হয়েছেন। স্বাস্থ্যবিধি মেনেই এই দুই ক্রিকেটার ফিরছেন দেশে। এই দুই ক্রিকেটারের পরিবর্তে রিজার্ভে বেঞ্চে থাকা নতুন দুই খেলোয়াড় ইতোমধ্যেই দুবাইয়ের বিমান ধরেছেন। এর আগে গেল ৮ সেপ্টেম্বর বাছাইপর্ব খেলতে দুবাইয়ের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন সালমা-জ্যোতিরা। সেসময় অধিনায়ক জ্যোতি বলেছিলেন বিশ্বকাপ খেলতে চান তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অনুবাদ »