আজ শনিবার | ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ

ভাষা পরিবর্তনঃ বাংলা ইংরেজি

ই-পেপার ভার্সন দেখতে ক্লিক করুন  e-paper

চুয়াডাঙ্গায় ৪৯তম জাতীয় আন্তঃস্কুল মাদ্রাসা ও কারিগরি ক্রীড়া প্রতিযোগিতা

নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গায় ৪৯তম জাতীয় আন্তঃস্কুল মাদ্রাসা ও কারিগরি গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার জেলা পর্যায়ের খেলা-ধুলার উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার সকাল ১০টায় চুয়াডাঙ্গা ঝিনুক মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে বালিকাদের কাবাডি খেলার মাধ্যমে প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন জেলা শিক্ষা অফিসার আতাউর রহমান। এসময় উপস্থিত ছিলেন ঝিনুক মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেবেকা সুলতানা, সহকারী শিক্ষক ফিরোজ উদ্দীন, শামসুন্নাহার শিলা, মহসিন কামাল, বকুল হোসেন, রেজাউল ইসলাম, পলাশ উদ্দিন, আব্দুল হাই প্রমুখ।
একই ভেন্যুতে বালক-বালিকদের কাবাডি প্রতিযোগিতা ও দাবা প্রতিযোগিতা সম্পন্ন হয়। বালিকা কাবডিতে সরোজগঞ্জ সাদেমান নেছা মাধ্যমিক বালিকা বিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। প্রথমবারের মতো বালিকা কাবাডিতে চ্যাম্পিয়ন হওয়া বিদ্যালের প্রধান শিক্ষক সকল খেলোয়াড় কর্মকর্তাদের ধন্যবাদ জানিয়েছেন। এছাড়া কাবাডি বালকে খাড়াগোদা মাধ্যমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। দাবায় বালক সিনিয়র গ্রুপে ভিক্টোরিয়া জুবলী উচ্চ বিদ্যালয়, জুনিয়র গ্রুপে জীবননগর থান পাইলট, বালিকা সিনিয়র গ্রুপে চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও জুনিয়র গ্রুপে আলমডাঙ্গা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়। বালক-বালিকা কাবাডি ও দাবা খেলা পরিচালনায় নেতৃত্ব দেন ইসলাম রকিব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অনুবাদ »