আজ শনিবার | ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ

ভাষা পরিবর্তনঃ বাংলা ইংরেজি

ই-পেপার ভার্সন দেখতে ক্লিক করুন  e-paper

দামুড়হুদা কৃষক জোটের ত্রৈমাসিক পর্যবেক্ষণ সভা

নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলা কৃষি দপ্তরের সাথে ত্রৈমাসিক পর্যবেক্ষণ শেয়ারিং মিটিং অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুর ২টায় দামুড়হুদা উপজেলা কৃষি অফিস হলরুমে ত্রৈমাসিক পর্যবেক্ষন বিষয়ক শেয়ারিং মিটিং অনুষ্ঠিত হয়। দি এশিয়া ফাউন্ডেশনের সহযোগিতায় রিসো বাস্তবায়িত “কৃষি সেবায় সুশাসন প্রতিষ্ঠা ও কৃষকের ক্ষমতায়ন প্রকল্প (চাষাবাদ)” এর আওতায় অনুষ্ঠিত মিটিং এ সভাপতিত্ব করেন দামুড়হুদা উপজেলা কৃষক জোটরে সভাপতি ইমতিয়াজ হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মনিরুজ্জামান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ মাসুম আবদুল্লাহ ও অভিজিত কুমার বিশ^াস। অনুষ্ঠানের শুরুতে প্রকল্পের লক্ষ্য উদ্দেশ্য তুলে ধরে শুভেচ্ছা বক্তব্য রাখেন রিসো’র চাষাবাদ প্রকল্পের প্রোজেক্ট কো-অর্ডিনেটর মসিয়ুর রহমান। উপস্থিত কৃষক জোটের নেতারা কৃষি সেক্টরের বিভিন্ন সমস্যা-সরকারী প্রনোদনা বীজ, সার ও অন্যান্য সহযোগিতা সময়মত সরবরাহ করা সেইসাথে সার-বীজ প্রনোদনার এলাকা ভিত্তিক মৌসুমি কৃষি ক্যালেন্ডার করা, সকল সারের ডিলার ও খুচরা বিক্রেতা সরকারী নির্ধারিত মুল্যে সার বিক্রয় ও বিক্রয়কালী রশিদ প্রদান, সরকারী প্রনোদনা সঠিক নিয়মে বন্টনের সুব্যবস্থা, ইউনিয়ন পর্যায়ে উপ-সহকারী কৃষি কর্মকর্তার শুন্য পদ পূরণ, কৃষি ভিত্তিক সিটিজেন চার্টার স্থাপনে সহায়তা প্রদান, কৃষকদের বজ্রপাতের হাত থেকে রক্ষার জন্য ফসলের মাঠে আরো বেশী বেশী বজ্রপাত নিরোধী টিনের শেড নির্মাণ, মাটি পরীক্ষাগার স্থাপন ইত্যাদি তুলে ধরেন। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, দামুড়হুদা উপজেলার বিভিন্ন ইউনিয়নে দায়িত্বরত উপসহকারী কৃষি কর্মকর্তা মেহেদী হাসান, সাইফুল ইসলাম, আজাদুল রহমান ও জালাল উদ্দিন। দামুড়হুদা সদর ইউনিয়নের কৃষি বিষয়ক স্ট্যান্ডিং কমিটির সভাপতি ইউপি সদস্য সামসুল আলম, কৃষক জোটের সদস্য ও ইউপি সদস্য প্যানেল চেয়ারম্যান হাসিনা বেগম, ইউপি সদস্য আ: আলিম ও হুমায়ন কবির, উপজেলা কৃষক জোটের সম্পাদক আবুল কালাম আজাদ। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মনিরুজ্জামান কৃষক জোটের নানাবিধ প্রশ্নের উত্তর দেন এবং কৃষকদের বিভিন্ন সমস্যা সমাধানের উদ্যোগ গ্রহণ করবেন এ মর্মে প্রতিশ্রুতি দেন। এর পাশাপাশি তিনি বলেন, রিসো সংস্থা আমাদের সহযোগি প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠান কৃষি ও কৃষকের কল্যানে যে কার্যক্রম বাস্তবায়ন করে চলেছে তা সত্যিই প্রশংসনীয়। অনুষ্ঠনাট পরিচালনা করেন, রিসো’র প্রোগ্রাম অফিসার আদিল হোসেন। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতা করেন, রিসো’র চাষাবাদ প্রকল্পের এফ.ও জাকির হোসেন ও আতিয়ার রহমান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অনুবাদ »