আজ শুক্রবার | ১৪ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ | ২৯শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

ভাষা পরিবর্তনঃ বাংলা ইংরেজি

ই-পেপার ভার্সন দেখতে ক্লিক করুন  e-paper

আলমডাঙ্গা থেকে চুরি যাওয়া করিমন ও যন্ত্রাংশ উদ্ধার

আলমডাঙ্গা অফিস:
আলমডাঙ্গা থেকে চুরি যাওয়া লাটাহাম্বার ও যন্ত্রাংশ কুষ্টিয়ার কবুরহাট থেকে উদ্ধার করেছে পুলিশ। খাজানগর গ্যারেজের এক ব্যক্তিকে আটকের পর তার স্বীকারোক্তিতে কাটাইকৃত যন্ত্রাংশ ভাংড়ি ব্যবসায়ীর ঘর থেকে উদ্ধার করা হয়। ওই ভাংড়ি ব্যবসায়ীকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
জানা গেছে, সম্প্রতি আলমডাঙ্গা এলাকার বেশ কয়েকটি লাটাহাম্বার ও করিমন চুরির ঘটনা ঘটেছে। এসব যান উদ্ধারে আলমডাঙ্গা থানা পুলিশ অভিযান শুরু করে। অভিযানের এক পর্যায়ে চোর সিন্ডিকেটের সন্ধান পায় পুলিশ প্রশাসন। সিন্ডিকেটের সদস্যদের ধরতে গত ২০ আগস্ট দিনগত রাত ৩ টার দিকে কুষ্টিয়ার খাজানগরের একটি গ্যারেজে অভিযান চালায় পুলিশ। এ সময় দিনাজপুর জেলা সদরের মৃত আব্দুল জলিলের ছেলে তোফাজ্জেল হোসেনকে আটক করে। উদ্ধার করা হয় আসমানখালি থেকে চুরি যাওয়া একটি করিমন। আটক তোফাজ্জেলকে জিজ্ঞাসাবাদে লাটাহাম্বার কেটে কবুরহাটের এক গ্যারেজে বিক্রি করেছে বলে স্বীকার করে সে। তার তথ্যের ভিত্তিতে আলমডাঙ্গা থানা পুলিশ গতকাল বিকেলে অভিযান চালিয়ে কবুরহাটের ওই ভাংড়ির দোকান থেকে কাটাইকৃত যন্ত্রাংশ উদ্ধার করে। এ সময় ভাংড়ি ব্যবসায়ী আমলা বড় বাজার এলাকার মৃত হামিদ শেখের ছেলে সুমনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অনুবাদ »