নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গা সদর উপজেলা হলরুমে উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগের সাথে কৃষক জোটের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। গতকাল সোমবার বিকাল ৩টায় দি এশিয়া ফাউন্ডেশনের সহযোগিতায় রিসো বাস্তবায়িত “কৃষি সেবায় সুশাসন প্রতিষ্ঠা ও কৃষকের ক্ষমতায়ন প্রকল্প (চাষাবাদ)” এর আওতায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন, উপজেলা কৃষক জোটের সভাপতি এ্যাড. রবিউল হক রবি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীম ভুইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আফরিন বিনতে আজিজ, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার আসিফ ইকবাল। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা কৃষক জোটের সম্পাদক অধ্যক্ষ শাহ্জাহান আলী। অনুষ্ঠানের শুরুতে কৃষি ও কৃষকের বিভিন্ন সমস্যা সমাধানে ৮ দফা সম্মিলিত দাবীনামা পাঠ করেন আলুকদিয়া ইউনিয়ন কৃষক জোটের যুব কৃষক আল-ইমরান। মুক্ত আলোচনায় উপস্থিত কৃষক জোটের নেতৃবৃন্দ কৃষি বিষয়ক বিভিন্ন গুরুত্বপূর্ণ সমস্যার কথা তুলে ধরে তারা বলেন, সবজি সংরক্ষণের জন্য হিমাগার স্থাপন, চুয়াডাঙ্গাতে মাটি পরীক্ষাগার স্থাপন, ফসলের মাঠে প্রয়োজনীয় সংখ্যক লাইটেনিং এ্যারেস্টার স্থাপনসহ বজ্রপাতকালীন আশ্রয়কেন্দ্র ও টিউবওয়েল স্থাপন, পটাশ সারের সংকট নিরোসন, ভালমানের বীজ, কীটনাশক ও সার প্রাপ্তির জন্য বাজার মনিটরিং এর ব্যবস্থা, চুয়াডাঙ্গা জেলার কৃষকদের উৎপাদিত সবজি ন্যায্য মূল্যে পরিবহনের জন্য চুয়াডাঙ্গা রুটের রেলওয়েতে ফ্রিজিং কোচ সংযুক্ত করা, পদ্মবিলা ইউনিয়নে সরকারী সেচপাম্প স্থাপন করা, ডিঙ্গেদা বাজারে স্থাপিত বিষমুক্ত কৃষকের সবজি বাজারটি যথাযথভাবে কার্যকরী করা। প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীম ভূইয়া বলেন, বর্তমান সরকার কৃষি সেক্টরকে সর্বচ্চো গুরুত্বপূর্ণভাবে দেখছেন অতএব কৃষক জোটের পক্ষ থেকে যেসকল সমস্যা তুলে ধরা হয়েছে সে সমস্যাগুলি সমাধানের জন্য সংশ্লিষ্ট দপ্তরের সাথে সমন্বয় করে সমাধানের চেষ্টা করবো।
বিশেষ অতিথি উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আফরিন বিনতে আজিজ কৃষক জোটের নানাবিধ প্রশ্নের উত্তর দেন এবং কৃষকদের বিভিন্ন সমস্যা সমাধানের উদ্যোগ গ্রহণ করবেন বলে আশ^স্ত করেন। তিনি আরো বলেন, প্রনোদনা হিসেবে যেসকল সার-বীজ প্রদান করা হয় তা গুনগতমান সম্পন্ন এর বাইরে বাজারে যদি ভেজাল সার ও বীজের প্রমাণসহ তথ্য পাওয়া যায় তাহলে প্রয়োজসীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান। অতিথি হিসেবে উপস্থিত থেকে জেলা কৃষক জোটের সম্পাদক অধ্যক্ষ শাহ্জাহান আলী বলেন, উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগের সাথে কৃষক জোটের সুসম্পর্ক স্থাপন ও সমন্বয়ের মাধ্যমে আমরা কৃষি ও কৃষকের উন্নয়নে কাজ করে যেতে চায়। সেজন্য উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগের সহযোগিতা কৃষক জোট সব সময় কামনা করে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা, উপজেলা কৃষক জোটসহ আলুকদিয়া, পদ্মবিলা ও শংকরচন্দ্র ইউনিয়ন কৃষক জোটের নেতৃবৃন্দ। অনুষ্ঠানটি পারচালনা করেন, রিসো’র চাষাবাদ প্রকল্পের প্রোজেক্ট কো-অর্ডিনেটর মসিয়ুর রহমান ও প্রোগ্রাম অফিসার শেখ আসমা চুমকী। সার্বিক সহযোগিতায় ছিলেন, রিসো’র ফিল্ড অফিসার সাধন কুমার কর ও মামুনুর রশিদ।