দামুড়হদা অফিস:
নিরাপদ মাতৃত্ব পরিকল্পিত পরিবার, স্মার্ট বাংলাদেশ হোক আমাদের অঙ্গিকার এ স্লোগানে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে দামুড়হুদায় এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বেলা ১১টার দিকে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভা কক্ষে সভাটি অনুষ্ঠিত হয়। আগামী ২৫শে নভেম্বর হতে ৩০ শে নভেম্বর পর্যন্ত উপজেলার কুড়ুলগাছি, দর্শনা, নতিপোতা, দামুড়হুদা, কার্পাসডাঙ্গা, হাউলী ও পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে স্বাস্থ্য সেবা দেওয়া হবে বলে সভায় জানানো হয়। দামুড়হুদা উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে সভায় সভাপতিত্ব করেন দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: হেলেনা আক্তার। এ্যাডভোকেসি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিস্ট্রিক্ট কনসালটেন্ট ডা: ফজলুল হক। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. ফারহানা ওয়াহিদ তানি, দামুড়হুদা উপজেলা সমাজসেবা অফিসার তোফাজ্জেল হক, উপজেলা সমবায় অফিসার হারুণ অর রশিদ ও উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা সাইফুন নাহার। উপজেলা পরিবার পরিকল্পনা সহকারী হোসনে মোবারক শিলনের প্রাণবন্ত সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন তেলোয়াত করেন কার্পাসডাঙ্গা ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক জামশেদ আলী। এছাড়াও বক্তব্য রাখেন দামুড়হুদা উপজেলা পরিবার পরিকল্পনা সহকারী মনোয়ারা বেগম, দর্শনা পৌর শাখার সহকারী মেডিকেল অফিসার ফরিদা পারভীন, পরিবার পরিকল্পনা পরিদর্শক শাহিন আক্তার, দর্শনা পরিবার কল্যাণ সহকারী খাদিজা খাতুন, পরিবার কল্যাণ পরিদর্শিকা সেলিনা খাতুন প্রমুখ।