নিজস্ব প্রতিবেদক:
তৃতীয় দিনে চুয়াডাঙ্গার দুটি আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন আরও ৬ জন। এ নিয়ে মোট তিনদিনে ৩২ জন সম্ভ্যব্য এমপি প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করলেন। এর মধ্যে চুয়াডাঙ্গা-১ আসনে ১৬ জন ও চুয়াডাঙ্গা-২ আসনে আরও ১৬ জন। গতকাল সোমবার চুয়াডাঙ্গা-১ আসন থেকে মনোনয়ন তুলেছেন জেলা স্বেচ্ছাসেবকলীগের সাবেক আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র ওবাইদুর রহমান চৌধুরী জিপুসহ চারজন এবং চুয়াডাঙ্গা-২ আসন থেকে মনোনয়ন ফরম কিনেছেন কেন্দ্রীয় আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক উপ কমিটির সদস্য দিলীপ কুমার আগরওয়ালাসহ দুইজন। সে হিসেবে, চুয়াডাঙ্গার দুটি আসন থেকেই দলীয় মনোনয়ন চান বিশিষ্ট ব্যবসায়ী দিলীপ কুমার আগরওয়ালা।
জানা গেছে, জানা গেছে, গত শনিবার প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে দলীয় ফরম সংগ্রহ করেন। এরপর থেকে বিভিন্ন আসনের মনোনয়ন প্রত্যাশীরা দলীয় ফরম কিনতে শুরু করেন। এ তিনদিনে চুয়াডাঙ্গার দুটি আসন থেকে ৩২ জন মনোয়ন ফরম কিনেছেন বলে জানা গেছে।
চুয়াডাঙ্গা-১ আসন থেকে যারা মনোনয়ন ফরম তুলেছেন: বর্তমান সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন প্রথম দিনেই মনোনয়ন ফরম তুলেছেন। এছাড়া এ আসন থেকে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির ১নং সহ-সভাপতি, চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাবেক ১নং সদস্য এবং সাবেক সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য শিরিন নাঈম পুনম, কেন্দ্রীয় আওয়ামী লীগের অর্থ উপ কমিটির সদস্য এম এ রাজ্জাক খান, ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক কামরুজ্জামান সুমন, জেলা যুব মহিলা লীগের সভাপতি আফরোজা পারভীন।
দ্বিতীয় দিনে ফরম তুলেছেন কেন্দ্রীয় আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক উপ কমিটির সদস্য দিলীপ কুমার আগরওয়ালা, জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান আসাদুল হক বিশ^াস, জেলা যুবলীগের আহ্বায়ক নঈম হাসান জোয়ার্দ্দার, কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শেখ শামসুল আবেদিন খোকন, জেলা আওয়ামী লীগের সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মাহবুব হোসেন মেহেদী, কেন্দ্রীয় যুবলীগের সদস্য জুবায়ের আহমেদ সাব্বির ও মোস্তাফিজুর রহমান।
তৃতীয় দিনে ফরম তুলেছেন জেলা স্বেচ্ছাসেবকলীগের সাবেক আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র ওবাইদুর রহমান চৌধুরী জিপু, কেন্দ্রীয় কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক নাজমুল ইসলাম পানু, চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক জেমস অলোক চৌধুরী ও হেলাল উদ্দিন।
চুয়াডাঙ্গা-২ আসন থেকে যারা মনোনয়ন ফরম তুলেছেন: এ আসন থেকে প্রথম দিনে মনোনয়ন ফরম তুলেছেন দর্শনা সরকারী কলেজের সাবেক ভিপি ও পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এ এম জাকারিয়া আলম, জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি নজরুল মল্লিক, কেন্দ্রীয় যুবলীগের সদস্য অ্যাড. শাহরিয়ার কবির, কেন্দ্রীয় আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক উপ কমিটির সদস্য সাদিকুর রহমান বকুল, এয়ার কমোডর (অব.) আবু বকর।
দ্বিতীয় দিনে মনোনয়ন ফরম কিনেছেন বর্তমান সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি আলী আজগার টগর, জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আজাদুল ইসলাম আজাদ, দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান মাহফুজুর রহমান মন্জু, কেন্দ্রীয় আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক উপ কমিটির সদস্য আবু হাসেম রেজা, জীবননগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম, সাধারন সম্পাদক আবু মো. আব্দুল লতিফ অমল, ঢাকাস্থ চুয়াডাঙ্গা সমিতির সাধারন সম্পাদক মির্জা শাহরিয়ার মাহমুদ লন্টু, দৈনিক সকালের সময়ের সম্পাদক নুর হাকিম ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাবেক মহাপরিচালক হামিদুর রহমান।
তৃতীয় দিনে মনোনয়ন ফরম কিনেছেন কেন্দ্রীয় আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক উপ কমিটির সদস্য দিলীপ কুমার আগরওয়ালা এবং জেলা ফুটবল এসোসিয়েশনের সভপাতি এখলাস উদ্দিন সুজন।
আজ মঙ্গলবার শেষ হবে আওয়ামী লীগের দলীয় ফরম সংগ্রহ ও জমা দেওয়ার কার্যক্রম। এরপর চূড়ান্ত হবে দলীয় মনোনয়ন।