নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গায় ন্যায্য মূল্যে সবজি বিক্রি করছে জেলা স্বেচ্ছাসেবকলীগের নেতাকর্মীরা। গতকাল রবিবার সকাল থেকে শহরের শহীদ হাসান চত্বরে এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা স্বেচ্ছাসেবকলীগের সাবেক আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র ওবাইদুর রহমান চৌধুরি জিপু।
এ কার্যক্রমের আওতায় ১৩ পদের শাক-সবজি ও কাঁচামাল বিক্রি করা হচ্ছে। কার্যক্রমের প্রথম দিনে সাধারন ক্রেতাদের উপচেপড়া ভিড় দেখা গেছে। উদ্বোধনের ঘণ্টা খানেকের মধ্যে পণ্য বিক্রি হয়ে যায়। বাজারের তুলনায় কম দামে শাক-সবজি কিনতে পেরে স্বস্তি প্রকাশ করেছেন তারা।
আয়োজকরা জানিয়েছেন, বাজারে দ্রব্যমূল্যের উর্ধ্বগতির কারণে সাধারন মানুষের নাভিশ্বাস উঠেছে। তাদেরকে একটু স্বস্তি দিতে প্রধানমন্ত্রীর নির্দেশে এ কার্যক্রম শুরু হয়েছে। মূলত কৃষকদের কাছ থেকে সবজি কিনে এনে সরাসরি ভোক্তা পর্যায়ে বিক্রি করা হচ্ছে। কার্যক্রমের প্রথম দিনেই ভালো সাড়া মিলেছে। এ কাজ অব্যহত থাকবে। এসময় আরও উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি সৈয়দ ফরিদ আহম্মেদ, সাধারন সম্পাদক হাফিজুর রহমান হাফিজ, সদর উপজেলার সাধারন সম্পাদক ও পৌর কাউন্সিলর মাফিজুর রহমান, জেলার সদস্য আতিউর রহমান বিপ্লব, ইমরান আহমেদ বিপ্লব, জেলা ছাত্রলীগের সাবেক সদস্য ও পৌর ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক গাজী ইমদাদুল হক সজলসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
এ কার্যক্রমের আওতায় আলু ৪৪ টাকা, পেঁয়াজ ১০০ টাকা, বাঁধাকপি ও ফুলকপি ৩০ টাকা পিস, বেগুন ২৪ টাকা, পুইশাকের মেছরি ৪৫ টাকা, মুলা ৩০ টাকা, করলা ৪৫ টাকা, পটল ৩০ টাকা, শিম ৩০ টাকা, মরিচ ৫৫ টাকা, লাউ ৩০ টাকা ও শাক প্রতি আঁটি ১০ টাকায় বিক্রি হচ্ছে।