নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির বাষিক নির্বাচনে ১৫ টি পদে ৩১ জন প্রতিদ্বন্দ্বি প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। গতকাল রোববার দুপুরে নির্বাচন কমিশনের কাছে আওয়ামী লীগ ও সমমনা এবং বিএনপি ঐক্যজোটের দলীয় সমর্থকদের উপস্থিতিতে মনোনয়নপত্র জমা দেন প্রার্থীরা। তবে, সভাপতি পদে স্বতন্ত্র প্রার্থী আব্দুল খালেক ৫ জন সমর্থককে সাথে নিয়ে এবং সাধারণ সম্পাদক পদে বর্তমান সাধারণ সম্পাদক স্বতন্ত্র প্রার্থী ফজলে রাব্বী সাগর এককভাবে মনোনয়নপত্র জমা দিয়েছেন। আজ সোমবার প্রার্থীদের মনোনয়নপত্র বাছাই করা হবে। আগামী ২২ নভেম্বর মনোনয়নপত্র প্রত্যাহার এবং ২৫ নভেম্বর শনিবার সকাল ৮টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। নির্বাচনে মোট ভোটার সংখ্যা ২০৭ জন।
চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতি নির্বাচনে ক্ষমতাশীন আওয়ামী লীগ সমর্থিত বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী ও সমমনা পরিষদের মনোনীত সভাপতি পদে সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক পাবলিক প্রসিকিউটর (পিপি) মহ: শামসুজ্জোহা, সাধারণ সম্পাদক পদে সাবেক সাধারণ সম্পাদক তালিম হোসেন, সহ-সভাপতি পদে আকসিজুল ইসলাম রতন ও কাইজার হোসেন জোয়ার্দ্দার শিল্পী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া, যুগ্ম-সম্পাদক পদে নাসির উদ্দিন (২) ও ছরোয়ার হোসেন, গ্রন্থাগার সম্পাদক পদে আমজাদ আলী শাহ, কোষাধ্যক্ষ পদে রবিউল হক রবি, ক্রীড়া ও সাহিত্য সম্পাদক পদে মাসুদুর রহমান রানা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। কার্যনির্বাহী ৬ সদস্য পদে আবু তালেব, মফিজুর রহমান, শরিফুল ইসলাম (১), আব্দুল জব্বার, নজরুল ইসলাম বকুল ও ইলিয়াস হোসেন সবুজ নির্বাচনে লড়ছেন। এসময় জেলা আইনজীবী সমিতির সভাপতি সেলিম উদ্দিন খান, সাবেক পৌর মেয়র ও সাবেক পিপি আশরাফ আলী বিশ^াস, সাবেক সভাপতি ও সাবেক পিপি নুরুল ইসলাম, আশরাফুল ইসলাম খোকন জিপি, বেলাল হোসেন পিপি, স্পেশাল পিপি আবু তালেব বিশ^াস, সাবেক সাধারণ সম্পাদক আবুল বাশার, সোহরাব হোসেন, রফিকুল আলম রান্টু, শফিকুল ইসলাম শফি ও ইমতিয়াজ আহম্মেদ উজ্জ্বলসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অপরদিকে, জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য জোটের মনোনীত প্রার্থীরা হলেন, সভাপতি পদে সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ হেদায়েত হোসেন আসলাম, প্রথমবারের মতো সাধারণ সম্পাদক পদে আহসান আলী, সহ-সভাপতি পদে মানজার আলী জোয়ার্দ্দার হেলাল ও আব্দুল্লাহ আল মামুন এরশাদ প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া, যুগ্ম- সম্পাদক পদে হেমায়েতউল্লাহ বেল্টু ও এসএম হুমায়ুন কবীর, কোষাধ্যক্ষ পদে একলাছুর রহমান কাজল, গ্রন্থাগার সম্পাদক পদে মশিউর রহমান পারভেজ, ক্রীড়া ও সাহিত্য সম্পাদক পদে হারুন অর রশিদ বাবলু নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। কার্যনির্বাহী ৬ টি সদস্য পদের মধ্যে ৫ টি সদস্য পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন। তারা হলেন, জামাল উদ্দীন, মাসুদুর রহমান, জহুরুল ইসলাম, সৈয়দ ফারুক উদ্দিন আহম্মেদ ও হাসিবুল ইসলাম ইব্রাহিম নির্বাচনে লড়ছেন। এসময় সাবেক সভাপতি এমএম শাহজাহান মুকুল, সাবেক সাধারণ সম্পাদক সাঈদ মাহমুদ শামীম রেজা ডালিম ও আসম আব্দুর রউফ, মইনুদ্দিন মইনুল ও মানি খন্দকারসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এছাড়া, চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল খালেক প্রথমবারের মতো সভাপতি প্রার্থী হয়েছেন। এছাড়া, বর্তমান সাধারণ সম্পাদক ফজলে রাব্বী সাগর দ্বিতীয় বারের মতো সাধারণ সম্পাদক পদে প্রার্থী হয়েছেন।
চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতি নির্বাচনে নির্বাচন পরিচালনা উপ-পরিষদের আহবায়ক অ্যাড. শাহ আলম, সদস্য হিসেবে অ্যাড. তসলিম উদ্দীন ফিরোজ ও মাসুদ পারভেজ রাসেল দায়িত্ব পালন করছেন।