নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গার সদ্য সাবেক পুলিশ সুপার আব্দুল্লাহ্ আল-মামুনকে বদলিজনিত বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে। গতকাল রবিবার বেলা সাড়ে ১১টায় জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্সের ড্রিলশেডে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় তাকে সংবর্ধিত করেন নবাগত পুলিশ সুপার আর এম ফয়জুর রহমান পিপিএম-সেবা।
বদলীজনিত বিদায়ে সহকর্মীদের শ্রদ্ধা, প্রশংসা ও ভালবাসায় সিক্ত হন বিদায়ী পুলিশ সুপার। জেলা পুলিশের সকল পর্যায়ের পুলিশ সদস্যদের বক্তব্য, কর্মময় জীবনে বিদায়ী অতিথি একজন মানবিক, মেধাবী, সৎ, চৌকস, পরিশ্রমী, দক্ষ ও মানবিক পুলিশ সুপার হিসাবে আলোচিত হন। তার সৃষ্টিশীল কাজের মধ্যে পুলিশ লাইন্সে পরিত্যক্ত রুমে নির্মিত ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ পুলিশ স্মার্ট গ্যালারি’ অন্যতম। চুয়াডাঙ্গার নবাগত পুলিশ সুপার আর এম ফয়জুর রহমান, পিপিএম-সেবা মহোদয় সদ্য বিদায়ী পুলিশ সুপার জনাব আব্দুল্লাহ্ আল-মামুনের ভূয়সী প্রশংসা করেন।
বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে নবাগত পুলিশ সুপার আর এম ফয়জুর রহমানের (পিপিএম-সেবা) সভাপতিত্বে অনুষ্ঠানটির সঞ্চালনার দায়িত্বে ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আনিসুজ্জামান। এছাড়া আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) রিয়াজুল ইসলাম, (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) নাজিম উদ্দিন আল আজাদ, পিপিএম-সেবা, সহকারি পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) জাকিয়া সুলতানাসহ সকল অফিসার ইনচার্জগণ, ডিআইও-১, আরআই, টিআইসহ জেলা পুলিশের সকল পদমর্যাদার অফিসার-ফোর্স।