নিজস্ব প্রতিবেদক:
বিএনপি জামায়াতের ডাক দেওয়া হরতালের বিরুদ্ধে মোটরসাইকেল শো-ডাউন ও প্রতিবাদ সভা করেছে জেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ। গতকাল শনিবার বিকেলে জেলা স্বেচ্ছাসেবকলীগের সাবেক আহ্বায়ক ওবাইদুর রহমান চৌধুরী জিপুর নেতৃত্বে শহরে এ শো-ডাউন করা হয়। এর আগে তিনি ঢাকা থেকে চুয়াডাঙ্গায় এসে পৌঁছালে নেতাকর্মীরা তাকে অভ্যর্থনা জানায়। পরে তা শো-ডাউনে রুপ নেয়।
এরপর শহরের শহীদ হাসান চত্বরে পৌঁছে বিএনপি জামায়াতের ডাক দেওয়া হরতালের প্রতিবাদে সমাবেশ করেন নেতাকর্মীরা। এসময় স্বেচ্ছাসেবকলীগের সাবেক আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র ওবাইদুর রহমান চৌধুরী জিপু বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আমরা রাজপথে আছি। আর যদি কোন জামায়াত-বিএনপি এই চুয়াডাঙ্গায় কোন অরাজকতা সৃষ্টি করতে চাইলে একবিন্দু ছাড় দেয়া হবে না। এইজন্যে সর্বদা রাজপথে স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা অবস্থান করছে। আগামীতেও থাকবে ইনশাল্লাহ। আমরা সকল বাধা পেরিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রীকে বিপুল ভোটে নৌকা মার্কার জয়ের মাধ্যমে আবারো রাষ্ট্রীয় ক্ষমতায় আনবোই ইনশাল্লাহ।’
নেতাকর্মীদের উদ্দেশ্যে জিপু চৌধুরী আরও বলেন, ‘আপনারা সবাই জানেন। আগামী ৭ ডিসেম্বর জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনকে সামনে নিয়ে আমরা দলীয় নেতাকর্মীরা উজ্জ্বিবিত। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অত্যন্ত দক্ষতার সাথে বিভিন্ন আসনে আসনে নৌকার প্রার্থীকে বাছাই করছে এবং সঠিক সিদ্ধান্ত নিয়ে ঘোষণা দেবেন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাকে ঘোষণা দেবেন, তার হয়ে মাঠে ঝাপিয়ে পড়ে সাধারণ জনগণকে সাথে নিয়ে যাতে আমরা নৌকার বিজয় নিশ্চিত করতে পারি, তারই আলোকে স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ সবাই উজ্জীবিত হয়েছি। চুয়াডাঙ্গাবাসীকে আমরা জানাতে চাই, আগামীতে যে নির্বাচন আসছে, এই নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থীকে জয় লাভ করাবো। এই নির্বাচনকে বানচাল করার জন্য বিএনপি জামাত আগুন সন্ত্রাস করছে। তারা বিভিন্নভাবে ষড়যন্ত্র শুরু করেছে। এই ষড়যন্ত্র যাতে বাস্তবায়ন করতে না পারে, আমরা সেজন্য সজাগ আছি। চুয়াডাঙ্গার মাটিতে আছি।’
এ সময় আরো উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গা জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাবেক সদস্য আবুল হোসেন মিলন, আব্দুর রাজ্জাক, আতিউর রহমান বিপ্লব, মামুন উল হাসান, ইমরান আহাম্মেদ বিপ্লব, আবু তাহের, আব্দুল আলিম,আসাদুজ্জামান সবুজ, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জানিফ,পৌর কৃষক লীগের আহবায়ক রাকিবুর রহমান রাকু, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জুয়েল রানা, সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর মাফিজুর রহমান মাফি, সদর স্বেচ্ছাসেবক লীগ নেতা তানভীর আহমেদ জনি, আলমগীর মেম্বার, শেখ ইমরান, শাকিল আহমেদ জিম, পৌর স্বেচ্ছাসেবক লীগ নেতা জাহাঙ্গীর হোসেন, ইলিয়াস হোসেন, আকাশ ,ইমরান শেখ, উজ্জ্বল, শিমুল লস্কর, ১ নং ওয়ার্ড সভাপতি ওয়াশিম মিয়া,সাধারণ সম্পাদক মামুন খন্দকার, সাংগঠনিক সম্পাদক সোহেল, ২ নং ওয়ার্ড সভাপতি ফারুক হোসেন, ৩ নং ওয়ার্ড সভাপতি নাজমুল সাধারণ সম্পাদক টোকন, ৪ নং ওয়ার্ড সভাপতি পিন্টু,৫ নং ওয়ার্ড সভাপতি তাওরাত, ৬ নং ওয়ার্ড সভাপতি উজ্জ্বল, ৭ নং ওয়ার্ড সভাপতি সজিব, ৮ নং ওয়ার্ড সাধারণ সম্পাদক আলমগীর কবির, ৯ নং ওয়ার্ড সাধারণ সম্পাদক সুমন। সাবেক জেলা ছাত্রলীগের সদস্য, পৌর সাংগঠনিক সম্পাদক ইমদাদুল হক সজল, ফারহান রাব্বি, পাপন হাসান সবুজ, টুটুল, তন্ময়, জয়, ফয়সাল, ইউসুফ, হিমেল, আল মামুন, সালেকিন, রাইসুল, সাব্বির, স্বাধীন প্রমুখ।