নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গার ভাংবাড়িয়ায় তারাদেবী ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় ৪ ব্যক্তিকে হুইল চেয়ার প্রদান করা হয়েছে। গতকাল শনিবার বিকেলে ভাংবাড়িয়া নতুন বাজারে দিলীপ কুমার আগরওয়ালার দলীয় অস্থায়ী কার্যালয়ে এ হুইল চেয়ার প্রদান করা হয়। হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাবেক তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ভাংবাড়িয়া ইউপির সাবেক চেয়ারম্যান কাওসার আহম্মেদ বাবলু। তারাদেবী ফাউন্ডেশনের নির্বাহী কর্মকর্তা আলমগীর কবির শিপলুর পরিচালনায় উপস্থিত ছিলেন ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক কামাল হোসেন, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনারুল বিশ্বাস, ভাংবাড়িয়া ইউনিয়নের ১নং ওয়ার্ড সভাপতি আজিজুল হক, সাবেক মেম্বার গিয়াসউদ্দীন, ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শফি, আ.লীগ নেতা মারফত, আলমগীর, ছাত্রলীগ নেতা আরিফ আহম্মেদ প্রিন্স, সাবেক মেম্বার আ.লীগ নেতা কিয়াম উদ্দীন। অনুষ্ঠানে ভাংবাড়িয়া ইউনিয়নের রাধানগর গ্রামের মৃত রহিম বক্স মন্ডলের ছেলে কফিল উদ্দীন, চর বোয়ালিয়া গ্রামের ইবাদুল হকের মেয়ে ইভা ও আসাদুজ্জামানের স্ত্রী ফেরদৌসী বেগম এবং নওয়াব আলীর স্ত্রী নূরী বেগমকে হুইল চেয়ার তুলে দেন প্রধান অতিথিসহ উপস্থিত নেতৃবৃন্দ। হুইল চেয়ার পাওয়ার পর সকলে তারাদেবী ফাউন্ডেশনের চেয়ারম্যান, আওয়ামী লীগের কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য বিষয়ক উপ-কমিটির সদস্য চুয়াডাঙ্গা-১ আসনে নৌকার মনোনয়ন প্রত্যাশী দিলীপ কুমার আগারওয়ালার জন্য দোয়া কামনা করেন।