নিজস্ব প্রতিবেদক:
আলোচনা, প্রীতিভোজ ও বিশেষ আয়োজনের মধ্য দিয়ে আনন্দঘন পরিবেশে বেসরকারী উন্নয়ন সংস্থা রিসো’র বার্ষিক সাধারণ সভা-২০২৩ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বেলা ১১ টায় চুয়াডাঙ্গা পুলিশ পার্কে এই সভা অনুষ্ঠিত হয়। রিসো কার্যনির্বাহী পরিষদের সভাপতি রাশিদা হাসনু আরা’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক আবু তালেব, শহর সমাজসেবা অফিসার মিজানুর রহমান, জেলা কৃষক জোট সভাপতি আব্দুল মোমিন টিপু ও সাধারণ সম্পাদক অধ্যক্ষ শাহজাহান আলী। জাতীয় সঙ্গীতের মাধ্যমে সাধারণ সভার কার্যক্রম শুরু হয়। রিসো’র সাধারণ সম্পাদক ও নির্বাহী পরিচালক জাহিদুল ইসলাম সকলকে শুভেচ্ছা জানিয়ে আলোচ্য সূচী অনুযায়ী সভা পরিচালনা করেন। সভায় বার্ষিক প্রতিবেদন ২০২২-২৩, বার্ষিক অডিট রিপোর্ট ২০২২-২৩, বার্ষিক বাজেট ২০২৩-২৪ উপস্থাপন ও অনুমোদন করা হয়। এরপর উপস্থিত সদস্যবৃন্দ সর্বসম্মতিক্রমে শহিদুল ইসলাম চৌধুরীকে সভাপতি ও জাহিদুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ৭ (সাত) সদস্য বিশিষ্ট রিসো’র নতুন কার্যনির্বাহী পরিষদ নির্বাচন করেন। নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের অন্যান্য সদস্যরা হলেন সহসভাপতি পারভীন লাইলা, অর্থ-সম্পাদক আনসার আলী, নির্বাহী সদস্য আকবর আলী, নুঝাত পারভীন ও লাইলা শিরিন। পরে কার্যনির্বাহী পরিষদের সভাপতি রাশিদা হাসনু আরা ও অর্থ-সম্পাদক এমদাদুল হককে রিসো’র অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ অবদানের জন্য সম্মাননা প্রদান করা হয়। সাধারণ সভায় রিসো’র উপদেষ্টা পরিষদের সদস্য, সাধারণ পরিষদ সদস্য এবং কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।