নিজস্ব প্রতিবেদক:
নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রি শুরু হয়েছে। গতকাল শনিবার সকাল ১০টায় বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলটির কার্যালয়ে প্রথম দিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলীয় মনোনয়ন ফরম কিনে এ কার্যক্রম উদ্বোধন করেন। এ উপলক্ষে আওয়ামী লীগের কার্যালয় এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। চুয়াডাঙ্গার দুটি আসনে আওয়ামী লীগের দলীয় মনোনীত প্রার্থী হতে চুয়াডাঙ্গার সম্ভাব্য ৮ নেতা মনোনয়ন ফরম কিনেছেন।
জানা গেছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হতে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম কিনেছেন চুয়াডাঙ্গার ৮ জন সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী। চুয়াডাঙ্গা দুটি নির্বাচনী আসনের মধ্যে চুয়াডাঙ্গা-১ আসনে দলীয় মনোনয়ন ফরম কিনেছেন এ আসনের বর্তমান সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন, বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির ১নং সহ-সভাপতি, চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাবেক ১নং সদস্য এবং সাবেক সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য শিরিন নাঈম পুনম, কেন্দ্রীয় আওয়ামী লীগের অর্থ উপ কমিটির সদস্য এম এ রাজ্জাক খান ও ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক কামরুজ্জামান সুমন।
অন্যদিকে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনীত প্রার্থী হতে চুয়াডাঙ্গা-২ আসন থেকে প্রথম দিনে চারজন মনোনয়ন ফরম কিনেছেন। এরমধ্যে দর্শনা সরকারী কলেজের সাবেক ভিপি ও পারকৃষ্ণপুর মদনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এ এম জাকারিয়া আলম, জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি নজরুল মল্লিক, অ্যাডভোকেট শাহারিয়ার হোসেন ও সাদিকুর রহমান বকুল।