নিজস্ব প্রতিবেদক:
আবারও খুলনা রেঞ্জর শ্রেষ্ঠ জেলা, শ্রেষ্ঠ সার্কেল, শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ, শ্রেষ্ঠ এসআই এবং শ্রেষ্ঠ এএসআই এর কৃতিত্ব অর্জন করেছে চুয়াডাঙ্গা জেলা পুলিশ। গতকাল শনিবার খুলনা রেঞ্জের ডিআইজি কার্যালয়ে আয়োজিত গত অক্টোবর মাসের অপরাধ পর্যালোচনা সভায় এ কৃতিত্ব অর্জন করে।
খুলনা রেঞ্জের ডিআইজি মঈনুল হক বিপিএম (বার), পিপিএম এর কাছ থেকে শ্রেষ্ঠত্বের পুরস্কার গ্রহন করেন চুয়াডাঙ্গার নবাগত পুলিশ সুপার আর এম ফয়জুর রহমান, পিপিএম-সেবা। একইসাথে শ্রেষ্ঠ সার্কেল সহকারি পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) জাকিয়া সুলতানা, শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ দর্শনা থানার বিপ্লব কুমার সাহা, শ্রেষ্ঠ এসআই দর্শনা থানার খান আঃ রহমান, এবং শ্রেষ্ঠ এএসআই বশির আহম্মেদ পুরস্কার গ্রহণ করেন।
উল্লেখ্য, গত ২০২৩ সালের জানুয়ারি তদন্ত ও অপরাধ দমন কর্মকান্ড পর্যালোচনায় রেঞ্জের শ্রেষ্ঠ সার্কেল হিসেবে চুয়াডাঙ্গা সদর সার্কেল ও শ্রেষ্ঠ থানা হিসেবে চুয়াডাঙ্গা সদর থানা, মার্চ মাসের তদন্ত ও অপরাধ দমন কর্মকান্ড পর্যালোচনায় রেঞ্জের শ্রেষ্ঠ জেলা হিসেবে চুয়াডাঙ্গা এবং মে মাসের তদন্ত ও অপরাধ দমন কর্মকান্ড পর্যালোচনায় জেলা পুলিশ, চুয়াডাঙ্গা শ্রেষ্ঠ জেলা; শ্রেষ্ঠ সার্কেল; শ্রেষ্ঠ এসআই; শ্রেষ্ঠ এএসআই এর কৃতিত্ব অর্জন করে।
গতকাল আয়োজিত সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ) নিজামুল হক মোল্যা, খুলনা আরআরএফের কমান্ড্যান্ট (অতিরিক্ত ডিআইজি) নওরোজ হাসান তালুকদার, অতিরিক্ত ডিআইজি (অপারেশনস্) হাসানুজ্জামান পিপিএমসহ রেঞ্জ কার্যালয়ের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং খুলনা রেঞ্জের ১০টি জেলার পুলিশ সুপারবৃন্দ ও খুলনা রেঞ্জাধীন ইন-সার্ভিস টেনিং সেন্টারের কমান্ড্যান্টবৃন্দ।