নিজস্ব প্রতিবেদক:
আলমডাঙ্গার চিৎলা ইউনিয়নে আইন্দিপুর প্রবাসী কল্যান ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা শেষে পুরুস্কার বিতরনী অনুষ্ঠিত হয়েছে। ফাইনাল খেলায় নির্ধারিত সময়ে কোন দলই গোল করতে না পেরে টাইব্রেকারে শালিকা ফুটবল একাদশকে ৩-৫ গোলে পরাজিত করেন ভুগাইলবগাদি ফুটবল একাদশ জয়লাভ।
জানাগেছে, গতকাল শুক্রবার বিকাল ৪টার দিকে আইন্দিপুর ফুটবল মাঠে আইন্দিপুর প্রবাসী কল্যান ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনা পর্বে খেলার স্থায়ী কমিটির সভাপতি ও আব্দুল্লাহ সিটির স্বত্ত্বাধিকারী আব্দুল মমিন স্বপনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা যুবলীগের আহবায়ক নঈম হাসান জোয়ার্দ্দার। এসময় তিনি বলেন, সুস্থ দেহ ও সতেজ মন ধরে রাখতে খেলাধুলা ও শারীরিক পরিশ্রমের কোনো বিকল্প নেই। আশার কথা, সরকার ক্রিকেট ও ফুটবলের পাশাপাশি সব ধরনের খেলাধুলার প্রসারে সমান গুরুত্ব দিচ্ছে। বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেও একজন ক্রীড়ামোদী। তরুণ প্রজন্মের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেছেন, ‘আমরা খেলাধুলাকে বেশি গুরুত্ব দিচ্ছি এজন্য যে, তরুণ প্রজন্ম যত বেশি এতে অংশ নেবে ততটাই তাদের মনমানসিকতা আরো ভালো হবে। শারীরিকভাবে সুস্থ হবে এবং নিজেদের আরও বেশি তৈরি করতে পারবে। তিনি আরো বলেন, আমরা দেখেছি বিএনপি-জামায়াত জোট সরকার ক্ষমতা আমলে মানুষকে রাতের ঘুমকে হারাম করে দিয়েছিল। ওইসব দিনের কথা বুকে ধারণ করে যুবলীগের সাংগঠনিক শক্তি অর্জন করতে হবে এবং যুবলীগের ছায়াতলে দাড়িয়ে জামায়াত-বিএনপি সহ সকল অপশক্তিকে প্রতিহত করে আগামি নির্বাচনে নৌকাকে বিজয়ী করে আওয়ামীলীগ সরকরকে পুনরায় ক্ষমতায় আনতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাইক্রো-ম্যাক্স টেকনোলজিস লিমিটেড, ঢাকা এর ব্যবস্থাপনা পরিচালক জাহাঙ্গীর আলম, খেলার স্থায়ী কমিটির সাধারন সম্পাদক রয়েল বিশ্বাস, ক্যাশিয়ার শাহারুল ইসলাম, জেলা যুবলীগ নেতা আজাদুল ইসলাম আজাদ, হাফিজুর রহমান হাপু, আজিম উদ্দিন, রামিম হাসান সৌকত, রাসেল আহম্মেদ, আলমডাঙ্গার গাংনী তদন্ত কেন্দ্রের ইনচার্জ (ওসি) তদন্ত বাবর আলী ও এএসআই মরজেম আলী। খেলা পরিচালনা কমিটির সভাপতি মনজুর রহমান, আশাবুল হক, আনারুল ইসলাম, জুলফিকার আলী ভুট্টো, মহিররদ্দীন, রাশিদুল ইসলাম, আবুল কালাম, বজলুর রহমান, জিনার বিশ্বাস, মাসুস বিশ্বাস, টোকন হোসেন, আকরামুল হক, মাসুদ ফরাজ, আনারুল ইসলাম, ছানোয়ার হোসেন, মাসুদ রানা, নাসির উদ্দীন, বাবুল আক্তার, ইমরান হোসেন, শাওন আলী, আব্দুর রাজ্জাক, নছর আলী, রয়েল হোসেন, আওয়াল হোসেন, হাফিজুর রহমান, সোনা মিয়া, মিন্টু হোসেন, মিল্টন হোসেন, মাহাবুর আলম পল্টু, আব্দুল্লাহ আল মামুন, গিয়াস উদ্দীন পল্টু, মাহাবুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। খেলা শেষে পুরস্কার বিতরনী অনুষ্ঠানটি পরিচালনা করেন আব্দুল লতিফ। খেলায় চ্যাম্পিয়ন দল ভুগাইলবগাদি ফুটবল একাদশকে নগদ ৮০ হাজার টাকা ও রানার্সআপ দল শালিকা ফুটবল একাদশকে নগদ ৬০ হাজার টাকা পুরষ্কার প্রদান করা হয়।