নিজস্ব প্রতিবেদক:
বর্ণাঢ্য র্যালী, আতশবাজি ও ফুটিয়ে চুয়াডাঙ্গা জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চুয়াডাঙ্গার ঐতিহ্যবাহী টাউন ফুটবল মাঠে এসে জমকালো ফুটবল প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন চুয়াডাঙ্গা বড় বাজারের কাঁচাবাজার ব্যবসায়ী সমিতির সকল সদস্যরা। সদস্যদের মধ্য থেকে ৪টি দল গঠন করে এ প্রতিযোগিতা শুরু হয় গতকাল শুক্রবার বিকেল ৩টায়। চুয়াডাঙ্গা টাউন ফুটবল মাঠে প্রথম ম্যাচে মুখোমুখি হয় আলম একাদশ বনাম রিপন একাদশ। খেলায় রিপন একাদশ ১-০ গোলে আলম একাদশকে পরাজিত করে ফাইনালে উন্নীত হয়। দ্বিতীয় ম্যাচে আবির একাদশ মোহন একাদশকে ১-০ গোলে পরাজিত করে দ্বিতীয় দল হিসাবে ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে। ফাইনাল ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াইয়ে নির্ধারিত সময়ে কোন পক্ষ গোল করতে না পারায় খেলা গড়ায় টাইব্রেকারে। টাইব্রেকারে ৫টি করে কিক নেয়ার পরেও ৪-৪ গোলে খেলা সমতা থাকে। ফলে প্রতিযোগিতা পরিচালনাকারী কমিটির পক্ষ থেকে উভয় দলকে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়। প্রতিযোগিতা শেষে চ্যাম্পিয়ন দলের হাতে ট্রফি তুলে দেন কাঁচা বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি শাহ আলম ও সাধারন সম্পাদক চুয়াডাঙ্গা পৌরসভার ৪নং ওয়ার্ড কাউন্সিলর মাফিজুর রহমান মাফি।
সংক্ষিপ্ত অনুভূতি ব্যক্ত করতে গিয়ে মাফিজুর রহমান মাফি বলেন, সারা বছর ব্যবসায়ীরা তাদের ব্যবসা পরিচালনা করে অনেকটা ক্লান্ত এবং একঘেয়েমি জীবন যাপন করে। তাই সমিতির পক্ষ থেকে আমরা এই একঘেয়েমিতা রোধ করার জন্য একটি আনন্দঘন, উৎসবমুখর পরিবেশে বিনোদনের জন্য এ ফুটবল প্রতিযোগিতার আয়োজন করেছি। পরবর্তীতে আরো বড় পরিসরে ক্রিকেট ফুটবলের মতো জনপ্রিয় খেলা গুলো আমরা সমিতির পক্ষ থেকে খেলাবো।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাঁচা বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি শাহ্ আলম। এছাড়া পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমন্ত্রিত অতিথী সাংবাদিক ইসলাম রকিব, কাঁচা বাজার ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি রেজাউল করিম বিপ্লব, মিল্টন আহমেদ, বাবুল মিয়া, যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল বাতেন, শামীম আহমেদ, সাংগঠনিক সম্পাদক মামুন খান, দপ্তর সম্পাদক আরিফ হোসেন, প্রচার সম্পাদক মহসিন মিয়া, ক্রীড়া বিষয়ক সম্পাদক রেজাউল হক রিজু, কোষাধক্ষ্য মাজিদ হোসেন টিটু, ধর্ম বিষয়ক সম্পাদক মাছিম মিয়া, কার্যকরী সদস্য রকিবুল ইসলাম, সেলিম মিয়া, খাইরুল মোল্লা, আনার মিয়া, আনিস মিয়া, কাওছার আলী ও খোকন সহ বড়বাজারের কাঁচা বাজার ব্যবসায়ী সমিতির সকল সাধারণ সদস্যগন।