মেহেরপুর অফিস:
গাংনীত এসডিজি অর্জনে দি হাঙ্গার প্রজেক্টের দিনব্যাপি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ লক্ষ্যে এডভোকেসি কর্মশালা অনুষ্ঠিত হয়। গাংনী উপজলা স্বেছাসেবক ফোরামের আয়োজনে এবং দি হাঙ্গার প্রজেক্টের সহযোগিতায় আয়োজিত অনুষ্ঠান সভাপতিত্ব করেন কন্যা শিশু এডভোকেসি ফোরামের মেহেরপুর জেলা শাখার সভাপতি সিরাজুল ইসলাম। অনুষ্ঠান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলন উ জেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা।
বিশেষ অতিথি ছিলেন গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজুল ইসলাম, দি হাঙ্গার প্রজেক্টের যশোর আঞ্চলিক সমন্বয়কারী খোরশেদ আলম। অন্যান্যদের ধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. আরিফুল ইসলাম, উপজেলা সমাজসেবা অফিসার আরশেদ আলী, নির্বাচন অফিসার কামরুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা নাছিমা খাতুন, প্রাথমিক শিক্ষা অফিসার নাসিরুদ্দিন, মৎস্য অফিসার খন্দকার শহীদুর রহমান, লুৎফুন্নেছা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ জাকির হোসেন, করমদী ডিগ্রী কলেজের প্রভাষক আবু সাদাদ মো. সায়েম পল্টু, তেঁতুলবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক রমজান আলী, ধানখোলা ইউনিয়নের সচিব রফিকুল ইসলাম, ষোলটাকা ইউনিয়ন পরিষদের সচিব জহুরুল ইসলাম, ব্র্যাকের মেহেরপুর জেলা অফিসার মনির হোসেন, ইউনিয়ন স্বাস্থ্য সহকারি বাবুল আক্তার, গাংনী উপজেলা প্রেসক্লাবের সভাপতি এমএ লিংকন, সাধারণ সম্পাদক এমএন পাভেল, গাংনী প্রেসক্লাবর সাধারণ সম্পাদক মাহাবুব আলম, দি হাঙ্গার প্রজেক্টের গাংনী এরিয়া সমন্বয়কারি হেলাল উদ্দীনসহ বিভিন দপ্তরর কর্মকর্তা ও ইউনিয়ন পরিষদর সচিববৃদ।
গাংনীতে এসডিজি বাস্তবায়নে দি হাঙ্গার প্রজেক্টের বিভিন্ন কার্যক্রম প্রজেক্টরের মাধ্যমে তুলে ধরেন দি হাঙ্গার প্রজেক্টের প্রকল্প পরিচালক রুবেল সিদ্দিকী ও প্রোগ্রাম অফিসার সুখময় পাল।