নিজস্ব প্রতিবেদক:
দলীয় সরকারের অধীনে একতরফা জাতীয় নির্বাচনের তফসীল ঘোষণার প্রতিবাদে চুয়াডাঙ্গায় বিক্ষোভ মিছিল করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ, চুয়াডাঙ্গা জেলা শাখার নেতাকর্মীরা। গতকাল বৃহস্পতিবার বিকালে শহরের শহীদ হাসান চত্বরে এ কর্মসূচি পালন করা হয়।
ইসলামী আন্দোলন বাংলাদেশ চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি হাসানুজ্জামান সজিবের সভাপতিত্বে বিক্ষোভ মিছিল ও সমাবেশে বক্তব্য রাখেন ইসলামী ছাত্র আন্দোলন চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি আবু বকর সিদ্দিক, ইসলামী শ্রমিক আন্দোলন চুয়াডাঙ্গা জেলা শাখার সেক্রেটারী মাওলানা সাইফুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ আলমডাঙ্গা থানা শাখার সভাপতি মাওলানা আকরাম হুসাইন, জেলা শাখার সহ-সভাপতি মাওলানা জহুরুল ইসলাম ও সেক্রেটারী তুষার ইমরান সরকার।
সমাবেশের পর সেখান একটি মিছিল বের করেন তারা। পরে একই স্থানে গিয়ে জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদের জেলা সভাপতি মাওলানা মুহাম্মদ আলীর দুআ ও মুনাজাতের মাধ্যমে কর্মসূচির সমাপ্ত হয়।
সমাবেশে বক্তারা বলেছেন, ‘জনমতের বিরুদ্ধে গিয়ে নির্বাচন কমিশনের একতরফা তফসিল ঘোষণা দেশের জনগণ ঘৃণাভরে প্রত্যাখান করেছে। রাজনৈতিক সমঝোতা ছাড়া একতরফা তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন ইতিহাসে ঘৃণিত হয়ে থাকবে। আন্দোলনরত বিরোধী দলগুলোর সাথে সমঝোতা ছাড়া তফসিল ঘোষণা করে দেশ অনিবার্য সংঘাতের দিকে এগিয়ে যাচ্ছে। নির্বাচন কমিশন আওয়ামী লীগের ফরমায়েশী তফসিল ঘোষণা করায় দেশব্যাপী আন্দোলনের তীব্র দাবানল জ্বলে উঠেছে। দেশবাসী আওয়ামী লীগের অধীনে কোন নির্বাচন চায় না। আওয়ামী লীগ ছাড়া দেশের অধিকাংশ রাজনৈতিক দলের মতামতের তোয়াক্কা না করে তফসিল ঘোষণা দেশবাসী প্রতিহত করবে।’
তারা বলেন, ‘নির্বাচন কমিশন রক্তের হোলিখেলায় মেতে উঠেছে। আপনার কত রক্তের প্রয়োজন ঘোষণা দিন। এই সরকারকে পুনরায় ক্ষমতায় আনতে তড়িঘড়ি করে তফসিল ঘোষণা করেছে। আপনারা এই তফসিল বাতিল ঘোষণা করুন।’