নিজস্ব প্রতিবেদক:
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফশিল ঘোষণার পর গণবিজ্ঞপ্তি জারি করেছে চুয়াডাঙ্গা জেলা প্রশাসন। চুয়াডাঙ্গা-১ ও ২ আসনের জন্য ভিন্ন ভিন্নভাবে এ বিজ্ঞপ্তি জারি করেন জাতীয় নির্বাচনের রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমা। এ পত্রে বলা হয়, প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়া যাবে আগামী ৩০ নভেম্বর বৃহস্পতিবার পর্যন্ত। ১ থেকে ৪ ডিসেম্বর মনোনয়ন যাচাই-বাছাই হবে। রিটার্নিং অফিসারদের আদেশের বিরুদ্ধে কমিশনে আপিল দায়ের ও নিষ্পত্তি হবে ৬ থেকে ১৫ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৭ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর। এরপর ভোটগ্রহণ হবে ২০২৪ সালের ৭ জানুয়ারি।
এদিকে, তফসিল ঘোষণার পরপরই মাঠ পর্যায়ের নির্বাচন অফিসের নিরাপত্তা জোরদার করা হয়েছে। ইতিমধ্যে চুয়াডাঙ্গা জেলা নির্বাচন অফিসে আনসার ও পুলিশ মোতায়েন করেছে নির্বাচন কমিশন। উপজেলা পর্যায়েও জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। জেলা নির্বাচন অফিসে আনসারের পাশাপাশি পুলিশ প্রহরা চলছে। গত বুধবার রাত থেকেই পুলিশি টহল শুরু হয়েছে বলে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা জানিয়েছেন।
চুয়াডাঙ্গার একজন উপজেলা নির্বাচন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, অনেক উপজেলায় ইতিমধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী টহল শুরু করেছে। নির্বাচন অফিসে কাজ নির্বিঘ্ন রাখতে এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।
সূত্রমতে নির্বাচন অফিসগুলোতে এখন নির্বাচনী তফশিল নিয়ে গণবিজ্ঞপ্তি প্রচারণার কাজ চলছে। এটি শেষ হলে শুরু হবে মনোনয়নপত্র বিতরণের কাজ। প্রার্থীদের তার নির্বাচনী এলাকার প্রতিটি ওয়ার্ডের ভোটার তালিকার সিডি নিতে ৫০০ টাকা করে লাগবে। সেই হিসেবে একটি নির্বাচনী এলাকায় যতগুলো ওয়ার্ড রয়েছে সেই পরিমাণ টাকা দিতে হবে।
জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, এবার চুয়াডাঙ্গার দুটি আসনে মোট ভোটার সংখ্যা ৯ লাখ ৪৮ হাজার ৭৪৯ জন। এর মধ্যে চুয়াডাঙ্গা-১ আসনে (চুয়াডাঙ্গা সদর ও আলমডাঙ্গা উপজেলা) মোট ভোটার ৪ লাখ ৮৩ হাজার ৩৯ জন। এর মধ্যে নারী ২ লাখ ৪২ হাজার ২১৩ জন ও পুরুষ ২ লাখ ৪০ হাজার ৮২৬ জন। এ আসনে মোট ভোটকেন্দ্র ১৮১ টি। মোট ভোটকক্ষ ১১২৭ টি।
চুয়াডাঙ্গা-২ আসনে (দামুড়হুদা উপজেলা, জীবননগর উপজেলা ও সদর উপজেলার আংশিক) মোট ভোটার ৪ লাখ ৬৫ হাজার ৭১০ জন। এর মধ্যে নারী ২ লাখ ৩১ হাজার ৫৫৯ জন ও পুরুষ ২ লাখ ৩৪ হাজার ১৫১ জন। এ আসনে মোট ভোটকেন্দ্র ১৭৩টি আর মোট ভোটকক্ষ ১০৯৫টি।