নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গার সদর উপজেলা সুবদিয়া গ্রামে শস্য কর্তন ও মাঠ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকাল ৪টায় চুয়াডাঙ্গা সদর উপজেলা সুবদিয়ার মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ফিউ দ্যা ফিউচার বাংলাদেশ ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার এক্টিভিটি (সিএসএ) এই প্রকল্পের আওতায় আন্তর্জাতিক সার উন্নয়ন কেন্দ্র (আইএফডিসি) আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ইউনুচ মোল্লা।
এসময় সভায় প্রধান অতিথি হিসেবে চুয়াডাঙ্গা সদর উপজেলা কৃষি অফিসার আরফিন বিনতে আজিজ বলেন, আমাদের মাঠ দিবসের মাধ্যমে চাষিরা আরও কৃষি বিষয় জানতে পারবে। আজকে দেশ কৃষিতে সয়সয়ংসম্পুর্ণ। বর্তমান বাংলাদেশে কৃষিতে এগিয়ে যাচ্ছে। গুটি ইউরিয়া সার কৃষিতে অনেক উৎপাদন বাড়ায়। বর্তমান সরকার কৃষিতে অনেক অবদান রাখছে। বদলে যাচ্ছে আবহাওয়া ও জলবায়ু, চাষাবাদ পদ্ধতিও বদলাতে হবে। আধুনিক কৃষি ব্যবস্থায় সময়পযোগী চাষের মাধ্যমে কৃষকরা লাভবান হবে। এই জন্য কৃষকদের আধুনিকতার জন্য সবাইকে কৃষিতে আধুনিক হতে হবে।
এসময় সভায় উপস্থিত ছিলেন, আইএফডিসির ফিল্ড অফিসার কৃষিবিদ মীর মান্নান, চুয়াডাঙ্গা সদর উপজেলার উপসহকারী কৃষি অফিসার আব্দুল করিম, শেফালী খাতুন, আমিরুল ইসলাম রাসেল, পদ্মবিলা ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য উমর ফারুক সুমন, প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চলনা করেন আইএফডিসি’র কর্মকর্তা কৃষিবিদ আলমগীর রশিদ।