দামুড়হুদা অফিস:
দামুড়হুদা উপজেলায় প্রায় ২ কোটি ৬১ লাখ টাকা ব্যয়ে বিভিন্ন সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার সকাল সাড়ে ১০টায় এসব উন্নয়ন কাজের উদ্বোধন করেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজী আলী আজগার টগর। গতকাল বুধবার দিনভর দামুড়হুদা উপজেলার হাউলী ইউনিয়নের পুরাতন বাস্তপুরে ৬৩ লক্ষ টাকা ব্যায়ে, জুড়ানপুর ইউনিয়নের জুড়ানপুর ইউপি থেকে লক্ষীপুরহাট পর্যন্ত ৫৫ লক্ষ টাকা ব্যয়ে, গোকুলখালি থেকে মজলিশপুর পর্যন্ত ৩৭ লক্ষ টাকা ব্যয়ে, দলিয়ারপুর করিম হাউজ থেকে রহিম হাউজ পর্যন্ত ৩৭ লক্ষ টাকা ব্যয়ে এবং নতিপোতা ইউনিয়নের ভগিরতপুর থেকে ছুটিপুর পর্যন্ত ৬৯ লক্ষ টাকা ব্যয়ে মোট ২ কোটি ৬১ লক্ষ টাকার সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করেন।
এসময় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে এমপি টগর বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে বুকে ধারণ করে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দূরদর্শী ও সুদুর প্রসারী চিন্তাভাবনার কারণেই বাংলাদেশ আজ ডিজিটাল বাংলাদেশ হিসেবে বিশ্বের বুকে স্থান করে নিয়েছেন।
বর্তমান আওয়ামী লীগ সরকারের বিভিন্ন উন্নয়নের কথা তুলে ধরে তিনি বলেন, বাংলাদেশ আজ সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের কারণে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। উন্নত যোগাযোগ ব্যবস্থায় বদলে গেছে মানুষের ভাগ্য। বর্তমান সরকার সড়ক উন্নয়নে প্রচুর পরিমাণে কাজ করেছে। শুধু সড়কের উন্নয়ন নয়, বাংলাদেশের এমন কোন সেক্টর নেই যে সেখানে উন্নয়নের ছোঁয়া লাগেন। উন্নয়নের এই ধারাবাহিকতাকে বজায় রাখতে সামনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের সকল নেতাকর্মীকে সমস্ত ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
এসময় উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী শহিদুল ইসলাম, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও দর্শনা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী মুনছুর বাবু, দর্শনা পৌর মেয়র আতিয়ার রহমান হাবু, উপজেলা প্রকৌশলী আব্দুর রসিদ, জুড়ানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহরাব হোসেন, নতিপোতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইয়ামিন আলী, দামুড়হুদা উপজেলা যুবলীগের সভাপতি আব্দুল হান্নান ছোট, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাজু আহাম্মেদ রিংকু সহ স্থানীয় আওয়ামীলীগ যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মী বৃন্দ।