জীবননগর অফিস:
গ্রাম্য চিকিৎসক হয়ে নামের সাথে ডিএমএফ ডিগ্রি লেখা ও রোগীদের সাথে প্রতারণা করার অভিযোগে ভুয়া চিকিৎসক শরিফুদ্দীনসহ চুয়াডাঙ্গার জীবননগরে দুইটি ক্লিনিক মালিকে ৪৬হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার বেলা সাড়ে ১১টার দিকে এ অভিযান পরিচালনা করেন জীবননগর উপজেলা সহকারী কমিশনার ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তিথি মিত্র।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, জীবননগর হাসপাতাল এলাকায় বিভিন্ন বেসরকারি ক্লিনিকে ভ্রাম্যমান আদালতে অভিযান পরিচালনা করেন। এসময় জননী ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার নামের প্রতিষ্ঠানটি গ্রাম্য চিকিৎসক দিয়ে চিকিৎসা সেবা প্রদান করে আসছিল। এ অভিযোগ প্রমাণিত হওয়ায় প্রতিষ্ঠানটির মালিক আব্দুল মান্নানকে ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৫৩ ধারা মোতাবেক ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সাথে গ্রাম্য চিকিৎসক হয়ে নামের সাথে ডিএমএফ ডিগ্রি লেখা ও রোগীদের সাথে প্রতারণা করার অভিযোগে ভুয়া চিকিৎসক শরিফুদ্দীনকে মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইন ২০ এর ২৮ ধারা মোতাবেক ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও মা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে সরকার নির্ধারিত মূল্যেও চেয়ে অতিরিক্ত মূল্যে সেবা প্রদানের অভিযোগ প্রমাণিত হওয়ায় ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৪০ ধারা মোতাবেক প্রতিষ্ঠানটির মালিক জাকির আহমেদকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়। পরে জীবননগর মর্ডান ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করে তাদেরকে সতর্ক করে দেওয়া হয়।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট তিথি মিত্র জানান, মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিতে আমরা অভিযান পরিচালনা করছি। নিয়মিত এ অভিযান চলবে। স্বাস্থ্যখাতে অব্যবস্থাপনা কোনভাবেই মেনে নেওয়া হবে না। ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সার্বিক সহযোগিতা করেন জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার সাবাহ বিন মজিদ,উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর আনিসুর রহমানসহ থানা পুলিশের একটি দল।