নিজস্ব প্রতিবেদক:
আসছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ঘোষণাকৃত তফসিলকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করেছে চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান আসাদুল হক বিশ্বাস। । বুধবার (১৫ নভেম্বর) সন্ধ্যা সাড়ে সাতটায় কলেজ রোড থেকে তার নেতৃত্বে একটি আনন্দ মিছিল বের করা হয়। আনন্দ মিছিলটি চুয়াডাঙ্গা শহরের বিভিন্ন সড়ক প্রদিক্ষণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। আনন্দ মিছিল শেষে চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আসাদুল হক বিশ্বাস বলেন, আগামী নির্বাচনে আবারও গণতন্ত্রের বিজয় হবে। আওয়ামী লীগের জয় হবে। এ-ই লক্ষ্যে আজ থেকে প্রতিটি পাড়া মহল্লায় সজাগ থাকবে আওয়ামী লীগ। একই সঙ্গে অতন্দ্র প্রহরীর মতো প্রতিটি সরকারি অফিস আদালত পাহারা দিবেন তারা।
আনন্দ মিছিলে আরও উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মতিয়ার রহমান মতি, জেলা শ্রমিকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার মুক্তার, জেলা কৃষকলীগের দপ্তর সম্পাদক রাকিব আহমেদ জনি, জেলা স্বেচ্ছাসেবকলীগের সাবেক সদস্য আব্দুল হালিম, সদর পৌর কৃষকলীগের যুগ্ম আহ্বায়ক তারিক আজিজ নয়ন, আলুকদিয়া ইউনিয়ন কৃষকলীগের সভাপতি শাহীন বিশ্বাস প্রমুখ।
এদিকে: আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়ে চুয়াডাঙ্গা জেলা যুবলীগের আহ্বায়ক ও চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নঈম হাসান জোয়ার্দ্দারের নেতৃত্বে আনন্দ মিছিল বের করা হয়। বুধবার জাতীয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর রাত ৮টার সময় চুয়াডাঙ্গা জেলা আওয়ামী যুবলীগের কার্যালয় থেকে বর্ণাঢ্য আনন্দ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চুয়াডাঙ্গা বড় বাজার শহীদ হাসান চত্বর ঘুরে আবার জেলা যুবলীগের কার্যালয়ে এসে শেষ হয়। এসময় নেতাকর্মীদের উদ্দেশ্যে দিকনির্দেশনা মূলক সংক্ষিপ্ত বক্তব্য দেন জেলা যুবলীগের আহ্বায় নঈম হাসান জোয়ার্দ্দার ।
আনন্দ মিছিল পরবর্তী চুয়াডাঙ্গা জেলা যুবলীগের আহ্বায়ক ও চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নঈম হাসান জোয়ার্দার বলেন, ‘আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আবারও গণতন্ত্রের বিজয় হবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা বাস্তবায়নে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আবারো নৌকা ও আওয়ামী লীগের জয় হবে। এ লক্ষ্যে আজ থেকে প্রতিটি পাড়া মহল্লায় কর্মসূচি পালন করবে চুয়াডাঙ্গা জেলা যুবলীগ। একই সঙ্গে বিএনপি জামায়াত-এর ডাকা অবৈধ অবরোধে বাধা দিতে যুবলীগের প্রত্যেক নেতাকর্মীরা অতন্দ্র প্রহরীর মতো প্রতিটি সরকারি অফিস আদালত ও সাধারণ মানুষের জান মালের রক্ষায় কাজ করবে ও পাহারা দিবে।’
এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবলীগের সদস্য জুবায়ের আহমেদ সাব্বির, চুয়াডাঙ্গা জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক সামসুদ্দোহা মল্লিক হাসু, জেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য সাজেদুল ইসলাম লাভলু, আজাদ আলী, হাফিজুর রহমান হাপু, আবুবক্কর সিদ্দিক আরিফ, যুবলীগ নেতা পীরু মিয়া, হাসানুল ইসলাম পলেন, জুয়েল জোয়ার্দ্দার, কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি আল ইমরান শুভ, ছাত্রলীগের সাবেক নেতা রামীম হোসেন সৈকত, জেলা ক্রীড়া সংস্থার সদস্য শেখ রাসেল, জেলা ছাত্রলীগের সাবেক সদস্য খালিদ মন্ডল, দিপু বিশ্বাস, তানভীর রেজা টুটুল, চুয়াডাঙ্গা পৌর ৩নং ওয়ার্ড যুবলীগের সভাপতি রানা, সাধন সম্পাদক খানজাহান আলী, ৫নং ওয়ার্ড যুবলীগের সভাপতি আব্দুল আলিম, সাধারণ সম্পাদক মিঠু, সহ-সভাপতি জুয়েল, ৭নং যুবলীগের সভাপতি আসাদুর রহমান আসাদ, যুগ্ম সাধারণ সম্পাদক ইব্রাহিম, পদ্মবিলা ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি বিপ্লব হোসেন। আরও উপস্থিত ছিলেন মহসিন হক রনি, লোকমান, জাকির, আশা, নুর, রুবেল, সুশান্ত, সুমন, তানজিল, মোনাজাত, মুন্না, টিপু, লিপ্টন, বাচ্চু, জনি, সিকদার সাব্বির, বিপ্লব, আরাফাত, রসূল, রতন, ইয়াসিন, রবিন, মিন্টু, নয়ন, চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সাবেক গ্রন্থনা ও প্রকাশনা উপ-সম্পাদক শেখ আনোয়ার, ইমরান ফেরদৌস, আতাউর রহমান বিপুল, ছাত্রলীগ নেতা ইমাদ ওয়াসিম, শাকিল, সাব্বির, জিম, জুয়েল, সবুজ, শরিফুল, জিপু, নোমান, সাহেদ, সাকিব, তানজির, মিশা, কাফি সহ বিভিন্ন ইউনিটে নেতৃবৃন্দ।
অপরদিকে: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরই আনন্দ মিছিল করেছে চুয়াডাঙ্গা জেলা স্বেচ্ছাসেবকলীগের নেতাকর্মীরা। গতকাল বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শহরের কেদারগঞ্জের দলীয় কার্যালয় থেকে মোটরাসাইকেল শো ডাউনের সাথে মিছিল বের করেন তারা। শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একইস্থানে গিয়ে শেষ হয়। মিছিলে স্লোগানে শ্লোগানে মুখরিত হয় চুয়াডাঙ্গার প্রধান সড়কগুলো। এসময় উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক হাফিজুর রহমান হাফিজ, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সদস্য আব্দুর রাজ্জাক, আতিউর রহমান বিপ্লব, মামুন উল হাসান, আবু তাহের, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. জানিফ, সদর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর মাফিজুর রহমান মাফি, পৌর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আব্দুল হালিম ভুলন, সাধারণ সম্পাদক সেক সামি তাপু ও জেলা ছাত্রলীগের সাবেক সদস্য গাজী এমদাদুল হক সজলসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।
আমাদের দর্শনা অফিস:
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়ে দর্শনায় এমপি টগরের নেতৃত্বে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার রাত সাড়ে ৭ টার দিকে দর্শনায় এ আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়। গতকাল বুধবার রাত সন্ধা ৭ টায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনী তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হবিবুল আউয়াল। এ তফসিলকে স্বাগত জানিয়ে দর্শনায় চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজী আলী আজগার টগর রাতে দর্শনা পৌর আওয়ামীলীগের দলীয় কার্যলয় থেকে স্বাগত মিছিলটি বের করা হয়। মিছিলটি দর্শনা পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবারও আওয়ামীলীগের দলীয় কার্যলয়ে ফিরে মিছিলের সমাপ্তি হয়। এ সময় এমপি আলী আজগার টগর বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সারাদেশে উন্নয়নের কার্যক্রম চলছে জোরে সোরে। এ উন্নয়নকে ধরে রাখতে হলে আবারও আওয়ামীলীগ সরকারকে ক্ষমতায় বসাতে হবে। তাই আসুন আগামী ৭ জানুয়ারি নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনার নেতৃত্বে সরকার গঠনে সহায়তা করি। এ সময় উপস্থিত ছিলেন, দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান ও দর্শনা পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলী মুনছুর বাবু, দর্শনা পৌর মেয়র আতিয়ার রহমান হাবু, দর্শনা পৌর আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা রুস্তম আলী, সহ সভাপতি শফিকুল আলম, যুগ্ম সম্পাদক গোলাম ফারুক আরিফ, সাংগঠনিক সম্পাদক বিল্লাল হোসেন, আ’লীগ নেতা সোলায়মান কবির, জয়নাল আবেদীন নফর, দামুড়হুদা উপজেলা যুবলীগের সভাপতি আব্দুল হান্নান ছোট, যুবলীগনেতা মামুন শাহা, সাইফুল ইসলাম হুকুম, আশফাকুর রহমান মুন, আশরাফুল ইসলাম, দর্শনা কলেজ ছাত্রলীগের সভাপতি নাহিদ পারভেজ, সাধারন সম্পাদক তোফাজ্জেল হোসেন তপু প্রমুখ।
আমাদের দামুড়হুদা অফিস:
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণায় দামুড়হুদায় আওয়ামী লীগের আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার রাত সাড়ে ৭ টার দিকে দামুড়হুদা উপজেলার সামনে থেকে আনন্দ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। দামুড়হুদা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ও সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হযরত আলী’র সভাপতিত্বে আনন্দ মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দামুড়হুদা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিউল কবির ইউসুফ। এসময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা সেলিম উদ্দিন বগা সদর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক লাভলু বিশ্বাস, অর্থ সম্পাদক শমসের আলী, মনির হোসেন, ইউপি সদস্য নুরুল ইসলাম, সদর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইমতিয়াজ হোসেন, জনাব আলী, ইউনিয়ন যুবলীগের সভাপতি আব্দুল হালিম ভুট্টো শাহিন, ভুট্ট ইজাবুল হেকমত, উপজেলা ছাত্র লীগের সাধারণ সম্পাদক সাজু আহাম্মেদ রিংকু সহ দামুড়হুদা আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের শত শত নেতা কর্মী।