নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গা-২ আসনের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী সাদিকুল ইসলাম বকুল বাহিনীর তাণ্ডবে জীবননগর উপজেলার উথলী বাসস্ট্যান্ডে ব্যাপক ভাংচুর, লুটপাট ও ব্যাবসায়ীদের মারধরের ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার বিকালে বকুলের নেতৃত্বে তার সমর্থকার দেশীয় ধারালো অস্ত্র, লাঠিসোটা ও আগ্নেয়াস্ত্র নিয়ে জীবননগর উপজেলায় অস্ত্রের মহড়া দিয়ে তাণ্ডব চালায়।
পরে সন্ধ্যায় জীবননগর থেকে ফেরার পথে উথলী বাসস্ট্যান্ড বাজারে বকুলের নেতৃত্বে অতর্কিত হামলা চালিয়ে ব্যবসায়ী ও বাজারে অবস্থানরত মানুষদের এলোপাতাড়ি মারধর করতে থাকে। ব্যবসায়ীরা প্রাণ ভয়ে দোকান থেকে পালিয়ে গেলে ২০-২৫টি দোকানপাট ভাংচুর করে নগদ টাকা ও মালামাল নিয়ে নিয়ে যায় বকুল।
অস্ত্রের মহড়া চালিয়ে এলাকায় আতঙ্ক ছড়িয়ে ১ ঘন্টা ধরে তাণ্ডব শুরু করে। পরে জীবননগর থানা পুলিশের অভিযানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় আহত উথলী গ্রামের লতিফ আলীর ছেলে রিজু মিয়া (৪৫), একই গ্রামের ওয়াজ বক্সের ছেলে সাহাবুল (৩৫) ও এবাদত আলীর ছেলে আসানুর রহমানকে (৩০) জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এছাড়াও মৃগমারী গ্রামের শহীদ হোসেনের ছেলে তুষার(ে৩০), উথলী গ্রামের পটলা মিয়ার ছেলে বাব ু(৪০) একই গ্রামের নুরু মিয়ার ছেলে জিয়াকে (৪৫) প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে। উথলী গ্রামের ট্রাকচালক চালক শাহাজান আলী বলেন, আমরা সবজি বোঝাই ট্রাক রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা অবস্থায় বকুলের নেতৃত্বে তার বাহিনী ট্রাক ভেঙ্গে চুরমার করে দেয়।
উথলী বাসস্ট্যান্ডের বিকাশের ব্যবসায়ী তুষার বলেন, হঠাৎ দোকানে এসে বকুলের লোকজন দেশীয় অস্ত্রের মহড়া দিয়ে আমাকে মেরে দোকান থেকে বের করে দিয়ে আমার নগদ টাকা ও দামি মালামাল গুলো লুটপাট করে নিয়ে চলে গেছে।
ব্যবসায়ী নাজমুল হোসেন বলেন, হঠাৎ করে বকুলের নেতৃত্বে সন্ত্রাস বাহিনী আমার থাই গ্লাস দোকানে ঢুকে আমাকে মেরে সবকিছু ভাংচুর করে মূল্যবান মালমাল লুটপাট করে নিয়ে চলে যায়।
ব্যবসায়ী আসানুর রহমান বলেন, আমার মোটরসাইকেল গ্যারেজে ঢুকে আমার এলোপাতাড়ি মারধর করে আমাকে আহত করে। মবিলসহ মূল্যবান মালমাল লুটপাট করে নিয়ে চলে যায়।
প্রতিবন্ধী চা বিক্রেতা জিয়া জানায়, বকুলের উপস্থিতিতে তার লোকজন আমাকে মারধর করে দোকানের সবকিছু নিয়ে চলে যায়।
জীবননগর থানার অফিসার ইনচার্জ এস এম জাবীদ হাসান জানান, বিষয়টি জেনে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় ভুক্তভোগীরা লিখিত অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
তবে এ ব্যাপারে অভিযুক্ত সাদিকুর রহমান বকুলের মন্তব্য পাওয়া যায়নি।