কার্পাসডাঙ্গা প্রতিবেদক:
ছোট একটি মঞ্চকে ঘিরে চারপাশে হাজারো দর্শক। মঞ্চের ওপর বাঁশের তৈরি ঢাকনাওয়ালা দুটি ঝাঁপি। ঝাপি থেকে বেরিয়ে আসছে বিশাল আকৃতির সাপ। মাঝেমধ্যে ফণা তুলে মারছে ছোবল। গ্রাম-বাংলায় এ খেলাটিকে বলা হয় ঝাপান খেলা। সাপকে বশে আনতে এমন নানা গানের মাধ্যমে বাদ্যের তালে তালে ঝুড়ি থেকে বেরিয়ে আসে ভয়ঙ্কর সব গোখরা সাপ। উপস্থিত দর্শকের করতালি একটুও বিচলিত করতে পারে না ফণা তুলে এই নাচিয়েনকে। মনিবের ইশারা-ইঙ্গিত তাকে ঠিক বুঝিয়ে দিয়েছে, শুধু মানুষকে আনন্দ দেওয়ার খেলা নয় বরং আজ মর্যাদার লড়াই। আর এই দৃশ্য দেখতে দুরদূরন্ত থেকে ছুটে এসেছেন দর্শনার্থীরা।
দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা গ্রামবাসীর উদ্যোগে ঐতিহ্য ঝাপান গানের আয়োজন করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০ টার দিকে কার্পাসডাঙ্গা মতিয়ার ইটভাটায় ঝাঁপান গানের আসর বসানো হয়। এলাকার নারী-পুরুষ শিশু সকলেই উপস্থিত থেকে নিবিড় দৃষ্টিতে উপভোগ করেন এই খেলা। আর খেলাকে ঘিরে এখানে সৃষ্টি হয় উৎসবের আমেজ।
ঝাপান গানের দুটি দল সাপ খেলার তালে তালে গানও পরিবেশন করেন। এসময় ঝাপান গানের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান আলী মুনছুর বাবু, বিশেষ অতিথি ছিলেন কার্পাসডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল করিম বিশ্বাস, অতিথি ছিলেন কার্পাসডাঙ্গা ইউনিয়ন আ:লীগ সহ সভাপতি কাদের বিশ্বাস, কার্পাসডাঙ্গা ১নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক শওকত আলী, দামুড়হুদা উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সাজিদুল ইসলাম মিঠু, কার্পাসডাঙ্গা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কাদের হিরো, যুবলীগ নেতা মেসকাত আলী প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন সাপুড়ে কামাল হোসেন।