নিজস্ব প্রতিবেদক:
বিএনপি ও সমমনাদের চতুর্থ দফা অবরোধের দ্বিতীয় দিন গতকাল সোমবার রাজধানীসহ দেশে তিনটি বাসে আগুন দেওয়া হয়। এই নিয়ে দুই দিনের অবরোধে ১৪টি যানবাহনে আগুন দেওয়া হলো। গতকাল দেশের কয়েক স্থানে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যদের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের বিক্ষিপ্ত সংঘর্ষ হয়। সারা দেশে পুলিশ ৪৮০ জনকে গ্রেপ্তার করেছে।
রাজধানী ছাড়াও কয়েক জেলায় অবরোধের সমর্থনে ঝটিকা মিছিল হয়েছে। সকালে রাজধানীতে যানবাহনের চাপ আগের চেয়ে কম ছিল। বেলা গড়িয়ে সন্ধ্যায় যানবাহন বেড়ে যায়। বাড্ডাসহ কোনো কোনো সড়কে দেখা গেছে যানজটও। তবে গত কয়েক দিনের মতো গতকালও অবরোধে দূরপাল্লার বাস খুব একটা ছাড়েনি। রবিবার রাত ৮টা থেকে গতকাল রাত ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সারা দেশে নতুন ১৬টি মামলায় ৪৮০ জন নেতাকর্মী গ্রেপ্তার হয়েছেন বলে দাবি করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী। এসব মামলায় মোট আসামি করা হয়েছে এক হাজার ৭০০ জনকে। রিজভী দাবি করেন, বিভিন্ন এলাকায় হামলায় আহত হয়েছেন বিএনপির ৫০ জনের বেশি নেতাকর্মী। এই নিয়ে ১৭ দিনে ৬৪২ মামলায় দলটির ১৪ হাজার ২৩১ জনকে গ্রেপ্তার করা হলো। এ সময়ের মধ্যে আহত হয়েছে ছয় হাজার ৮৭ জন। গতকাল সকালে রাজধানীর উত্তরা এলাকা থেকে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহসাংগঠনিক সম্পাদক মামুন মজুমদারকে (৩৫) গ্রেপ্তার করেছে র্যাব-১। র্যাব বলছে, আব্দুল্লাহপুরে প্রজাপতি পরিবহনের একটি বাসে আগুন দেওয়ার সময় তাঁকে গ্রেপ্তার করা হয়। সন্ধ্যা সোয়া ৬টার দিকে শনির আখড়া চৌরাস্তা ব্রিজের ওপর মৌমিতা পরিবহনের একটি বাসে আগুন দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এ ছাড়া রবিবার দিবাগত রাতে বনানী এলাকায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি স্টাফ বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে বাসটির যাত্রী মানিক দাস নামের এক কর্মচারী দগ্ধ হন। তাঁকে শেখ হাসিনা জাতীয় প্লাস্টিক ও বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। চিকিৎসাধীন অবস্থায় তিনি বলেন, ‘অফিস শেষ করে আমরা ২০ থেকে ২৫ জন স্টাফ ফিরছিলাম। দুর্বৃত্তরা বাসে আগুন দিয়ে পালিয়ে গেছে।’ অবরোধ চলাকালে গতকাল বিচ্ছিন্নভাবে বিএনপি ও সমমনা দলগুলো রাজধানীসহ দেশের কয়েক জেলায় বিভিন্ন এলাকায় ঝটিকা মিছিল করেছে। এর মধ্যে রাজধানীর সাতটি এলাকায় বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণ ও ছাত্রদল। গতকাল তারা ঢাকার বনশ্রী, মিরপুর, সায়েদাবাদ জনপথ মোড়, দয়াগঞ্জ রোড, লালবাগ, মালিবাগ থেকে রাজারবাগ এলাকায় বিক্ষোভ মিছিল করেছে। ফরিদপুর প্রতিবেদক জানান, রবিবার দিনগত রাত ৩টার দিকে ফরিদপুর শহরের গোয়ালচামট এলাকায় পৌর বাস টার্মিনালে থাকা একটি বাসে দুর্বৃত্তরা আগুন দেয়।