মহেশপুর প্রতিবেদক:
ঝিনাইদহের মহেশপুর উপজেলায় সিনিয়র সহকারী জজ আদালত ও সিনিয়র জুডিসিয়াল আদালতের কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। গতকাল রবিবার সকালে মহেশপুর উপজেলা চত্ত্বরে এ আদালত কার্যক্রমের উদ্বোধন করা হয়। ঝিনাইদহ বিজ্ঞ সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক নাজিমুদ্দৌলার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য অ্যাড. শফিকুল আজম খাঁন চঞ্চল। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ বিজ্ঞ বিচারক ও চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ আল আমিন মাতুব্বর, বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট গোলাম রাব্বি। মহেশপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী সহ-সভাপতি ময়জদ্দীন হামীদ, মহেশপুর পৌর মেয়র আব্দুর রশীদ খাঁন, মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নয়ন কুমার রাজবংশী, মহেশপুর সহকারী কমিশনার (ভূমি) শরীফ শজওন, জেলা আইনজীবী সমিতির সভাপতি রবিউল হোসেন, সাধারণ সম্পাদক আকিদুর রহমান, মহেশপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ, সাধারণ সম্পাদক মীর সুলতানুজ্জামান লিটন, বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি, প্রিন্ট ও ইলেক্টনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, পুলিশ প্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেণী পেশার শত শত মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মহেশপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আসাদুজ্জামান আসাদ।