দর্শনা অফিস:
চুয়াডাঙ্গার দর্শনায় বর্তমান সরকারের সামাজিক সুরক্ষার আওতায় সুবিধাভোগী ব্যক্তিদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বেলা ১১ টার দিকে দর্শনা পৌর মাঠে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানে দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার রোকসানা মিতার সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজী আলী আজগার টগর।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, দামুড়হুদা উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক শহিদুল ইসলাম, দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান ও দর্শনা পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলী মুনছুর বাবু, দর্শনা পৌর মেয়র আতিয়ার রহমান হাবু, দর্শনা পৌর আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা রুস্তম আলী।
এসময় প্রধান অতিথির বক্তব্যে এমপি টগর বলেন, ‘বর্তমান সরকার অকল্পনীয় উন্নয়ন করেছে। বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে সারা দেশে ব্যাপক উন্নয়ন হয়েছে। রাস্তা, ঘাট, মসজিদ, মাদ্রাসা, মন্দিরসহ বিভিন্ন প্রতিষ্ঠানের উন্নয়ন হয়েছে ব্যাপক হারে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গোটাবিশ্বে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। বাংলাদেশ আওয়ামীলীগ সরকারের উন্নয়ন দেখে দিশেহারা হয়ে পড়েছে বিরোধী দল। তাই তারা অহেতুক অরাজগতা সৃষ্টি করে নির্বাচন বানচালের পায়তারায় মেতেছে। বিরোধী দলের অপকর্মকে রাজনৈতিক ভাবে মোকাবেলা করতে হবে। তাই আসুন সবাই এক কাতারে দাঁড়িয়ে জামাত বিএনপির অপকর্মকে রুখে দিই। সেই সাথে দেশ উন্নয়নে সামিল হয়।’
এ সময় আরও উপস্থিত ছিলেন, দামুড়হুদা সদর ইউপি চেয়ারম্যান হযরত আলী, আওয়ামীলীগ নেতা- বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম, শফিকুল আলম, হাজী মোঃ ইদ্রিস আলী, হাজী আকমত আলী, বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, জয়নাল আবেদীন নফর, বিল্লাল হোসেন, সাবেক এডি এম শেখ সাহাব উদ্দীন, উপজেলা যুবলীগের সভাপতি আব্দুল হান্নান ছোট, যুবলীগ নেতা- মামুন শাহ, আশরাফুল আলম, উপজেলা ছাত্রলীগের সভাপতি আরিফ মল্লিক, দর্শনা সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি নাহিদ পারভেজ সাধারন সম্পাদক তোফাজ্জেল হোসেন তপু, প্রচার সম্পাদক অপু সরকার, ছাত্রলীগ নেতা- নাজিম হোসেন, রায়হান হোসেন, রাসেল প্রমুখ।