নিজস্ব প্রতিবেদক:
বিএনপি-জামায়াতের ঘোষিত ৪৮ ঘন্টার সর্বাত্মক অবরোধ কর্মসূচি প্রতিহতের ঘোষণা দিয়ে ৪৮ ঘন্টায় রাজপথে নেতাকর্মীদের নিয়ে পালাক্রমে অবস্থান কর্মসূচি পালন করবেন বাংলাদেশ আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক উপকমিটির সদস্য এবং চুয়াডাঙ্গা-১ আসনে নৌকা প্রতীকে মনোনয়ন প্রত্যাশী দিলীপ কুমার আগরওয়ালা। আওয়ামী লীগ ও এর অংগ সংগঠনের নেতা-কর্মীদের ৪৮ ঘন্টা পালাক্রমে অবস্থান কর্মসূচি পালন করতে বিভিন্ন ইউনিটে ভাগ করে দেন দিলীপ কুমার আগরওয়ালা। এরমধ্যে চুয়াডাঙ্গা শহরের প্রাণকেন্দ্র শহীদ হাসান চত্বর, সিনেমাহল রোডসহ গুরুত্বপূর্ণ সড়কে দিলীপ কুমার আগরওয়ালার নেতৃত্বে নেতাকর্মীরা ৪৮ ঘন্টাই সড়কে অবস্থান করবেন। এ উপলক্ষে গতকাল শনিবার দুপুরে হাজার খানেক নেতাকর্মী ও তিনশ মোটরসাইকেল নিয়ে বিএনপি-জামায়াতের ঘোষিত ৪৮ ঘন্টার অবরোধের বিরুদ্ধে এবং তা প্রতিহত করতে চুয়াডাঙ্গা শহরজুড়ে মহড়া দেওয়াসহ সিনেমা হল রোডে নেতাকর্মীদের নিয়ে অবস্থান কর্মসূচি ও প্রতিবাদ সভা করেন দিলীপ কুমার আগরওয়ালা।
এসময় প্রধান অতিথির বক্তব্যে প্রদানকালে তিনি বলেন, ‘বিএনপি-জামাত নৈরাজ্য ও আগুন সন্ত্রাস করে আগামী সংসদ নির্বাচন বানচাল করতে চাই। তাই তারা অবৈধ হরতাল আর অবরোধ দিচ্ছে। আমরা আওয়ামী লীগের প্রতিটি নেতাকর্মী দেশের সাধারণ মানুষকে সাথে নিয়ে তা প্রতিহত করছি। যার কারণে আগামী ৪৮ ঘন্টা পালাক্রমে রাজপথে নেতাকর্মী নিয়ে অবস্থান করা হবে। যাতে বিএনপি-জামাত কোনো নৈরাজ্য না করতে পারে। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা দিতে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা মাঠে আছি এবং থাকবো। কারণ চুয়াডাঙ্গার মাটি নৌকার ঘাটি।’
এই অবস্থান কর্মসূচিসহ মহড়াতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাবেক তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক কাওসার আহম্মেদ বাবলু, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক জিল্লুর রহমান জিল্লু, জেলা কৃষক লীগের সভাপতি গোলাম ফারুক জোয়ার্দ্দার, সাবেক ইউপি চেয়ারম্যান আবু তাহের বিশ্বাস, সাবেক ইউপি চেয়ারম্যান শাখাওয়াত হোসেন টাইগার, গাংনী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রকিবুল হাসান, চুয়াডাঙ্গা পৌর আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ওয়ায়েচ কুরুনি টিটু প্রমুখ। এছাড়া উপস্থিত ছিলেন সাবেক ছাত্রলীগ নেতা আলমগীর কবির শিপলু, চুয়াডাঙ্গা জেলা যুবলীগের সদস্য তপন কুমার বিশ্বাস, আলমডাঙ্গা উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক রাজু আহমেদ, চিৎলা ইউনিয়ন যুবলীগের আহবায়ক ইমদাদুল হক, গাংনী ইউনিয়ন যুবলীগের সভাপতি রোকনুজ্জামান টোকন, নাগদা ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক মিশর আলী, জামদামি ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক কামাল হোসেন ও জেলা যুবলীগ নেতা মোহাম্মদ আরিফুল ইসলাম আরিফ।