নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গায় নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক জিল্লুর রহমান জিল্লু। গতকাল শনিবার দিবসটি উদযাপনে সূর্যোদয়ের সাথে সাথে চুয়াডাঙ্গা পান্না সিনেমা হল চত্বরে অবস্থিত কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। জাতীয় সংগীতের তালে তালে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনির স্মরণে এক মিনিট নীরবতা পালনসহ নানা কর্মসূচি পালন করে জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক জিল্লুর রহমান। পরে চুয়াডাঙ্গা শহরে যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মোটরসাইকেল শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি পুরো শহর প্রদক্ষিণ করে সিনেমা হল চত্বরে এসে শেষ হয়। এরপর সংক্ষিপ্ত আলোচনা সভাও অনুষ্ঠিত হয়। এতে জিল্লুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য বিষয়ক উপকমিটির সদস্য এবং চুয়াডাঙ্গা-১ আসনে নৌকা প্রতীকে মনোনয়ন প্রত্যাশী দিলীপ কুমার আগরওয়ালা।
প্রধান অতিথির বক্তব্যে দিলীপ কুমার আগরওয়ালা বলেন, ‘মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক, শোষণমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠার সংগ্রামকে এগিয়ে নিতে দেশের যুব সমাজকে সম্পৃক্ত করার লক্ষ্য নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে যুব নেতা শেখ ফজলুল হক মনি যুবলীগ প্রতিষ্ঠা করেন। তিনিই ছিলেন এর প্রতিষ্ঠা চেয়ারম্যান।’ দিলীপ কুমার আরও বলেন, ‘চুয়াডাঙ্গাতে জিল্লুর রহমানের নেতৃত্বে যুবলীগ এগিয়ে যাচ্ছে। যুবলীগ আমাদের সাথে অর্থাৎ আওয়ামী লীগের সাথে কাধে কাধ মিলিয়ে কাজ করছে। আমি আশা করি, যুবলীগ রাজপথে থেকে বিএনপি-জামায়াতের সকল ষড়যন্ত্র মোকাবেলা করবে এবং মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী করবে, এটা আমার বিশ্বাস।’
চুয়াডাঙ্গা জেলা যুবলীগের সদস্য তপন কুমার বিশ্বাসের পরিচালনায় কর্মসূচিগুলোতে বিশেষ অতিথি ছিলেন আলমডাঙ্গা উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক রাজু আহমেদ, চিৎলা ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক ইমদাদুল হক, গাংনী ইউনিয়ন যুবলীগের সভাপতি রোকনুজ্জামান টোকন, নাগদা ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক মিশর আলী, জামদামি ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক কামাল হোসেন ও জেলা যুবলীগ নেতা মোহাম্মদ আরিফুল ইসলাম আরিফ। এসময় দরুদ, রতন, সুমনসহ যুবলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও কর্মীরা উপস্থিত ছিলেন।