মিজানুর রহমান, মহেশপুর:
ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার ৭নং কাজিরবেড়ের সামন্তা বাজারে পার্শ্ববর্তী আবাসিক এলাকার সুয়ারেজ লাইনের পানিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। জলবদ্ধতার কারনে বাজারের মসজিদ ও এ অঞ্চলের একমাত্র পাঠাগারের সামনের রাস্তা চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। মসজিদের এর মুসল্লীদের নোংরা পানি পাড়ি দিয়ে নিয়মিত নামাজে যেতে বাধ্য হচ্ছে। সেই সাথে পাঠাগারের নিয়মিত পাঠকরা ও জলাবদ্ধ রাস্তার পার্শবর্তী দোকানদাররা পড়ছে চরম ভোগান্তিতে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, সাপ্তাহিক হাটের দিনে ওই রাস্তায় যে সকল দোকানীরা পসরা সাজাতো তারা যেমন আর বসতে পারছে না সেই সাথে সাধারণ ক্রেতারাও পড়েছে চরম বিপাকে। স্থানীয় দোকানদারদের সাথে কথা বলে জানা যায়, বাজারের পার্শ্ববর্তী ৬নং ওয়ার্ডের কিছু এলাকার সুয়ারেজের লাইনের ড্রেনে বাজারের দিকে আসার কারণে এই জলাবদ্ধতার সৃষ্টি। জলাবদ্ধতার কারনে তাদের দোকান খোলা ও ব্যবসা পরিচালনা করা অসম্ভব হয়ে পড়েছে। স্থানীয় ভাবে বিষয়টি মিমাংসার চেষ্টা করা হলেও সেটা সম্ভব হয়নি। স্থানীয় সকল পর্যায়ের জনপ্রতিনিধি ও ব্যবসায়ী প্রতিনিধিগণ সমস্ত বিষয়ে জানলেও কোন সমাধান করতে পারেনি। এখন দীর্ঘদিনের এই সমস্যা থেকে তাদের ব্যবসা বাঁচাতে ও সরকারি রাস্তার ক্ষতি রক্ষার্থে উর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেছেন।
স্থানীয় মসজিদের মুসল্লীরা তাদের অসহায়ত্ব তুলে ধরেন। তারা বলেন, প্রতি ওয়াক্তে এই দূষিত নোংরা পানি পাড়ি দিয়ে তাদের মসজিদে আসতে হচ্ছে। এতে যেমন তাদের পবিত্রতা নষ্ট হচ্ছে তেমন নষ্ট হচ্ছে মসজিদের পবিত্রতা।