জুড়ানপুর প্রতিবেদক:
দামুড়হুদায় চিৎলা-গোবিন্দহুদা ফুটবল মাঠে চিৎলা-গোবিন্দহুদা ফুটবল একাডেমির আয়োজনে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকাল ৩টায় ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গা জেলা ফুটবল এ্যাসোসিয়েশনের সভাপতি এখলাছ উদ্দিন সুজন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দামুড়হুদা সদর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শফিউল কবির ইউসুফ। এসময় প্রধান অতিথি শফিউল কবির ইউসুফ বলেন, খেলাধুলা-শরীরচর্চার মধ্য দিয়ে মেধার বিকাশ ঘটে, দেশপ্রেম ও দায়িত্ববোধ বাড়ে। খেলাধুলা, শরীরচর্চা, সংস্কৃতিচর্চা এগুলোর মধ্য দিয়ে মানুষের যেমন মেধা বিকশিত হয়, ঠিক সেভাবে আমাদের দেশের মানুষের উজ্জীবিত হওয়া, আত্মবিশ্বাস বাড়ে, দেশের প্রতি ভালোবাসা বাড়ে, দায়িত্ববোধ বাড়ে, কর্তব্যবোধ বাড়ে। খেলাধুলা লেখাপড়া পাশাপাশি খেলাধুলা, শরীরচর্চা করতে হবে। ফাইনাল খেলায় উপজেলার দামুড়হুদা স্পোর্টিং ক্লাব ও চিৎলা-গোবিন্দহুদা ফুটবল একাডেমির মধ্যে অনুষ্ঠিত হয়। চিৎলা গোবিন্দহুদা ফুটবল একাডেমি ২-১ গোলে দামুড়হুদা স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করে। খেলায় ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হন চিৎলা-গোবিন্দহুদা ফুটবল তামিম। খেলায় ১২ টি দল অংশ গ্রহন করে। খেলা দেখতে বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার দর্শক ছুটে আসে। এসময় উপস্থিত ছিলেন দামুড়হুদা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হযরত আলী, উপজেলা আওয়ামীলীগ নেতা সেলিম উদ্দিন বগা, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাজু আহম্মেদ রিংকু, সাবেক ইউপি সদস্য লুতফর রহমান,সদর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম। পুরস্কার বিতরনী শেষে প্রধান অতিথি উভয় দলের নগদ অর্থ ফুটবলারদের হাতে তুলে দেন।