কার্পাসডাঙ্গা প্রতিবেদক:
দামুড়হুদা উপজেলার ঠাকুরপুর সীমান্তে বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশি রবিউল হকের মরদেহ টানা দেড় মাস পর ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। গতকাল শনিবার বিকাল ৩টার দিকে সীমান্তের ৯০নং মেইন পিলারের কাছে দু’দেশের সীমান্তরক্ষীদের মধ্যে পতাকা বৈঠকের মাধ্যমে মরদেহ ফেরত দেয় বিএসএফ।
জানা গেছে, নিহত রবিউলের মরদেহ ফেরত চেয়ে পরিবারের সদস্যরা বিজিবি ব্যাটালিয়নে আবেদন করেন। বিজিবি উভয় দেশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে যাবতীয় আইনী প্রক্রিয়া শেষের গতকাল শনিবার বিকালে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি’র) সহকারি পরিচালক হায়দার আলীর নেতৃত্বে ৮২বিএসএফ ব্যাটালিয়ান রঙ্গের পোতা ক্যাম্পের ইন্সপেক্টর শ্রী ধারাম বীরের সাথে পতাকা বৈঠকের মাধ্যমে লাশ হস্তান্তর সম্পন্ন করে বিএসএফ। এ সময় উপস্থিত ছিলেন কার্পাসডাঙ্গা পুলিশ ফাঁড়ির আইসি এসআই ইমরান হোসেন, এএসআই মসলেম উদ্দিন, এএসআই সাইদুর রহমান।
উল্লেখ্য, গত ২৮ সেপ্টেম্বর রাতে রবিউল হক তোতাপাখি পারাপার করতে ভারতের অভ্যন্তরে যায়। পরে দেশে ফেরার পথে ঠাকুরপুর সীমান্তের ৯২নং মেইন পিলারের কাছে বিএসএফর গুলিতে নিহত হন তিনি। নিহত রবিউল হক জেলার দামুড়হুদা উপজেলার সীমান্তবর্তী পীরপুরকুল্লা গ্রামের মৃত মইতুল্লার ছেলে। গতকাল এশার নামাজের পর রবিউলের মরদেহ স্থানীয় কবরস্থানে দাফনকার্য সম্পন্ন করা হয়েছে।