নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গা শহর থেকে চুরি যাওয়া ১টি ইজিবাইক, ৫টি ব্যাটারি ও ১টি মোটর ঝিনাইদহ এবং মাগুরা থেকে উদ্ধার করেছে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ। এসময় গ্রেফতার করা হয়েছে ইজিবাইক চোরচক্রের ৩ সদস্যকে। গতকাল শনিবার চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো, চুয়াডাঙ্গা পৌর শহরের শান্তিপাড়ার মৃত বাবু শেখের ছেলে সাগর শেখ (২৮), মাগুরা জেলার ভাটপাড়া এলাকার মৃত কুদ্দুস বিশ^াসের ছেলে মোহাম্মদ জসিম উদ্দিন (৩২) ও ঝিনাইদহ জেলার পোড়াহাটি এলাকার মৃত আজিবর রহমানের ছেলে আশরাফুল ইসলাম (৪০)।
পুলিশ জানায়, দর্শনা থানা এলাকার ছোটশলুয়া গ্রামের হানিফ মিয়ার ছেলে সোহেল মিয়া চুয়াডাঙ্গা সদর থানায় এসে লিখিত এজাহার দায়ের করেন যে, গত বুদবার বিকেল ৪টার দিকে চুয়াডাঙ্গা পৌর শহরের শান্তিপাড়া এলাকা থেকে তার ইজিবাইকটি চুরি হয়ে যায়। গত শুক্রবার এ সংক্রান্তে চুয়াডাঙ্গা সদর থানার মামলা দায়ের করেন।
মামলার প্রেক্ষিতে চুয়াডাঙ্গা সদর থানার ওসি মাহাব্বুর রহমানের নেতৃত্বে এসআই হাসানুজ্জামান সঙ্গীয় অফিসার ফোর্সসহ মাগুরা সদর থানা এবং ঝিনাইদহ সদর থানা এলাকায় নিরবিচ্ছিন্ন অভিযান পরিচালনা করে। গ্রেফতার আসামীদের দখল থেকে চোরাই আলামত ১টি ইজিবাইক, ৫টি ব্যাটারি ও আরও একটি মোটর উদ্ধার করা হয়।
চুয়াডাঙ্গা সদর থানার ওসি মাহাব্বুর রহমান জানান, উদ্ধার হওয়া চোরাই পণ্যের আনুমানিক বাজারমূল্য ২ লাখ ১৩ হাজার টাকা। গ্রেফতারকৃত আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। ঘটনার বিষয়ে অভিযান অব্যাহত আছে।