নিজস্ব প্রতিবেদক:
আলমডাঙ্গায় বিএনপি-জামাতের ডাকা চতুর্থ দফা অবরোধের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল করেছে জেলা আওয়ামী লীগ। গতকাল শনিবার বিকেলে আলমডাঙ্গা উপজেলার জেহালা ইউনিয়নের ঐতিহ্যবাহী মুন্সিগঞ্জ বাজারে এ প্রতিবাদ মিছিল করে জেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা। বিএনপি-জামাত কর্তৃক ঢাকায় পুলিশ হত্যা, অগ্নিসংযোগ, সন্ত্রাস, নৈরাজ্য, প্রধান বিচারপতির বাসভবনে হামলা-ভাংচুর, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ষড়যন্ত্র ও অপতৎপরতা বিরুদ্ধে প্রতিবাদ করেন নেতৃবৃন্দরা। প্রতিবাদ মিছিলটিতে নেতৃত্ব দেন চুয়াডাঙ্গা সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাবেক সহসভাপতি আসাদুল হক বিশ্বাস।
প্রতিবাদ মিছিলে অংশগ্রহণ করেন জেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মতিয়ার রহমান মতি, জেলা শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম সারোয়ার, সহ-সভাপতি সেলিম মল্লিক, জেলা কৃষক লীগের দপ্তর সম্পাদক রাকিব আহম্মেদ জনি, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সদস্য আব্দুল আলিম, পৌর কৃষক লীগের যুগ্ম আহ্বায়ক তারিক আজিজ নয়ন প্রমুখ। এছাড়াও, আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও সাধারণ মানুষেরা এই মিছিলে অংশ নেয়।
চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আসাদুল হক বিশ্বাস বলেন, দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের দৃশ্যমান উন্নয়নে কাজ করে যাচ্ছেন। হরতাল-অবরোধ খুন হত্যা গুম নৈরাজ্য বিএনপি জামাতের বৈশিষ্ট্য। আমরা আওয়ামী লীগের কর্মরা মাঠে আছি। কোনো প্রকার ষড়যন্ত্র ও নৈরাজ্য করতে দেবো না।