নিজস্ব প্রতিবেদক:
আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচন বানচালের ষড়যন্ত্র অপ-তৎপরতার বিরুদ্ধে জনগণকে সজাগ রাখতে আলমডাঙ্গা উপজেলার জেহালা ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে গণসংযোগ ও কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেল সাড়ে চারটায় জেহালা ইউনিয়নের ঐতিহ্যবাহী মুন্সিগঞ্জ কাঁচা বাজার ও পানের হাটে এ কর্মীসভা অনুষ্ঠিত হয়। কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চুয়াডাঙ্গা সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাবেক সহসভাপতি আসাদুল হক বিশ্বাস।
প্রধান অতিথির বক্তবে চুয়াডাঙ্গা সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাবেক সহসভাপতি আসাদুল হক বিশ্বাস বলেন, ‘দেশের মানুষ জেনে গেছে আওয়ামী লীগ সরকারের উন্নয়নের কথা। তারা কেউ আর সন্ত্রাসীর হাতে ক্ষমতা দেবে না।’
আসাদুল হক বিশ্বাস বলেন, ‘হাজার বছরের অন্ধকার এই জনপদে আমি বিদ্যুত নিয়ে এসেছিলাম। এমনদিন গেছে, ভয়ে আছরের নামাজ পড়তেও বাইরে বের হননি মানুষ। সেই জনপদে আজকের এই দিন এসছে, আওয়ামীলীগ সরকারের কারণে। আজ আপনারা নিশ্চিন্তে ঘুমাতে পারেন, আওয়ামী লীগ সরকারের কারণে।’
আসাদুল হক বিশ্বাস আরও বলেন, ‘আমি কারো বিরুদ্ধে বলতে আসিনি। তবে একটা কথা, সেবা করার ইচ্ছা যদি থাকে, তাহলে কাজ করুন। যে যেই দলই করেন না কেন, দয়া করে ব্যবসা করার জন্য রাজনীতিতে নাম লিখিয়েন না।’
তিনি বলেন, ‘বঙ্গবন্ধুর ডাকে তৎকালীন সাড়ে সাত কোটি মানুষ বুকের রক্ত দেওয়ার জন্য ঝাপিয়ে পড়েছিলো। অস্ত্র হাতে নিয়েছিলো। আমি আপনাদের বঙ্গবন্ধুর প্রতিনিধি হতে চাই। আমি আপনাদের আজ পর্যন্ত ঠকায়নি। ৩২টি বছর আপনাদের সেবা করে যাচ্ছি। আপনারা আমার মরণ পর্যন্ত আমার কাছ থেকে ঠকবেন না। আমাকে আপনাদের সাথে রাখতে হবে। আপনাদের সকল বিষয়ে ভাবার সুযোগ করে দিতে হবে। এই সরকারের উন্নয়নের ধারা অব্যহত রাখতে হলে, আপনাদের ঐক্য হতে হবে। আমি আপনাদের কথা দিচ্ছি, আপনাদের স্বার্থহানী হবে, এমন কোনো রকম কাজ আমার জীবন থাকতে হবে না। আমি কারোও বিরুদ্ধেও বলবো না। আপনাদের ভালো মানুষ খুঁজতে হবে। সময় এসেছে ভালো মানুষ খোঁজার। কারো পিছনে লাগার দরকার নেই, ঐক্যবদ্ধ হন। সরকারের উন্নয়ন রক্ষা করার জন্য আমরা ঐক্যবদ্ধ হবো। সারাদেশে আওয়ামী লীগ সরকারের বিগত দিনের এতো এতো উন্নয়ন হয়েছে সেগুলো জনসাধারণের কাছে তুলে ধরতে হবে। এসকল উন্নয়নের কথা জনগণের কানে পৌঁছে দিতে হবে। নেত্রীর হাতকে শক্তিশালী করতে আওয়ামী লীগের পক্ষে জনসম্পৃক্ততা বাড়াতে হবে।’
জেহালা ইউনিয়ন আওয়ামীলীগের সহসভাপতি ফজলুল হকের সভাপতিত্বে ও জেহালা ইউনিয়ন যুব লীগের সাবেক সাধারণ সম্পাদক সোহেল তিতুমিরের পরিচালনার কর্মসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মতিয়ার রহমান মতি, জেলা শ্রমিকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার মুক্তার, জেলা কৃষকলীগের দপ্তর সম্পাদক রাকিব আহম্মেদ জনি, জেলা স্বেচ্ছাসেবকলীগের সাবেক সদস্য আব্দুল আলিম, পাপেল মিয়া, সদর পৌর কৃষকলীগের যুগ্ম আহ্বায়ক তারিক আজিজ নয়ন, আলুকদিয়া ইউনিয়ন কৃষকলীগের সভাপতি শাহিন বিশ্বাস। এসময় আরও উপস্থিত ছিলেন, সদর উপজেলা কৃষকলীগের সদস্য কামাল হোসেন, সদর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সদস্য আকাশ মোল্লা, জুয়েল রানা, বিশিষ্ট্য ব্যবসায়ী সেলিম খন্দকার, প্রবীণ আওয়ামী লীগ নেতা রশিদ মিয়া, ছাত্রলীগ নেতা ইব্রাহিম, আসিকুর, আলুকদিয়া ইউনিয়ন শ্রমীক লীগ নেতা শফিকুল ইসলাম, আকরাম হোসেন, বারাদী ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি বাবলু মিয়া, সাধারণ সম্পাদক ইকরামুল হক ইকাম, সহসভাপতি আলম হোসেন, সাংগঠনিক সম্পাদক আশরাফ আলি, জেহালা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মোবাশ্বের চৌধুরী, আওয়ামী লীগ নেতা দবির উদ্দিন, সাবেক সেনা কর্মকর্তা সেলিম হোসেন, বীর মুক্তিযোদ্ধা আজিবার মিয়া, যুবলীগ নেতা তারা মিয়া প্রমুখ।