জীবননগর অফিস:
জীবননগরে পৃথক মাদকবিরোধী অভিযানে ৪৭ বোতল ভারতীয় নিষিদ্ধ ফেন্সিডিলসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী মো.আব্দুল লতিফ (৪৩), টনিক (২৬), ফিরোজ আলী মন্ডল (২৭) ও আশরাফুল শেখ আশাদুল (৩২) নামের চারজন গ্রেপ্তার করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার মেদিনীপুর গ্রামের বটতলা ও বিকাল সাড়ে পাঁচটার দিকে গোয়ালপাড়ার বন্দরের মাঠ থেকে পৃথক ভাবে তাদের গ্রেপ্তার করেন জীবননগর থানা পুলিশ। আটককৃতরা হলেন, উপজেলার সীমান্ত ইউনিয়নের মেদিনীপুর গ্রামের পশ্চিমপাড়ার মৃত নিজাম গাজী’র ছেলে আব্দুল লতিফ, হামিদ বিশ্বাসের ছেলে টনিক, তৈয়ব আলী মন্ডল ছেলে ফিরোজ আলী মন্ডল ও একই উপজেলার গোয়াল পাড়া গ্রামের ফরহদ শেখের ছেলে আশরাফুল শেখ আশাদুল।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, আব্দুল লতিফ এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে জীবননগর থানাসহ আশেপাশের বেশ কিছু থানায় ১০/১২টি মাদক মামলা রয়েছে। পুলিশ আটক করে সাজা হয়, কারাবন্দি থাকে। জামিন পেয়ে আবার মাদক ব্যবসা শুরু করেন। তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা বিচারাধীন রয়েছে। মাদক মামলার রায়ে ইতোপূর্বে তার সাজাও হয়েছে। তারপর ও সে মাদক ব্যবসায় জড়িয়ে এলাকা সহ আশেপাশের যুবসমাজকে ধংস করছে। তার দেখাদেখি টনিক, ফিরোজসহ আরো বেশ কিছু যুবক এ ব্যবসায় জড়িয়ে পড়েছে।
জীবননগর থানার ওসি এস এম জাবীদ হাসান বলেন, মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে সকাল সাড়ে ৮টার দিকে জীবননগর থানাধীন মেদিনীপুর গ্রামের বটতলার তিন রাস্তার মোড় হতে ৩৫ বোতল ফেন্সিডিলসহ মো.আব্দুল লতিফ ,মো.টনিক ও ফিরোজ আলী মন্ডল নামের তিনজনকে এবং বিকাল সাড়ে পাঁচটার দিকে একই ইউনিয়নের গোয়াল পাড়া গ্রামের বন্দরের মাঠের সড়কের উপর থেকে আশরাফুল শেখ ওরুফে আশাদুলকে ১২বোতল ফেন্সিডিলসহ তাদের গ্রেপ্তার করা হয়েছে।
তিনি আরও বলেন,গ্রেপ্তারকৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।তাদেরকে আদালতে পাঠানো হবে।