নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গায় নারী উদ্যোক্তাদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ কর্মশালা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে জাতীয় মহিলা সংস্থার সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তদের বিকাশ সাধন প্রকল্পের আওতায় এ কর্মশালায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গাস্থ ফার্স্ট ক্যাপিটাল ইউনিভার্সিটির ভাইস চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান নাবিলা রুখসানা।
সভার শুরুতে আলোচনা করা হয় নারীদের কল্যাণে প্রধানমন্ত্রী নানা পদক্ষেপ নিয়ে। তার মধ্যে তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তদের বিকাশ সাধন প্রকল্প অন্যতম। এ প্রকল্পের আওতায় বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ নিয়ে সারাদেশের নারীরা স্বাবলম্বী হচ্ছে।
কর্মশালা অনষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, পৌর আওয়ামী লীগের সভাপতি আলাউদ্দির হেলা, সাধারণ সম্পাদক আব্দুল কাদের, জেলা যুবলীগের সাবেক আহ্বায়ক আরেফিন আলম রঞ্জু, জাতীয় মহিলা সংস্থার বিজনেস ম্যানেজমেন্ট অ্যান্ড ইকমার্স ট্রেডের প্রশিক্ষক মামুন হোসেন, তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তদের বিকাশ সাধন প্রকল্পের কর্মকর্তা নিঝুম দাস ইমু, প্রমুখ। প্রশিক্ষণ কর্মশালায় অর্ধশতাধিক নারী উদ্যোক্তা অংশগ্রহণ করেন।