নিজস্ব প্রতিবেদক:
আলমডাঙ্গায় বিএনপি-জামাতের ডাকা তিন দিনের অবরোধের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল, শান্তি ও উন্নয়ন সমাবেশ করেছে জেলা আওয়ামী লীগ। গতকাল বৃহস্পতিবার বিকেলে আলমডাঙ্গা উপজেলার আসমানখালী বাজারে এ প্রতিবাদ মিছিল করে জেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা। বিএনপি-জামাত কর্তৃক ঢাকায় পুলিশ হত্যা, অগ্নিসংযোগ, সন্ত্রাস, নৈরাজ্য, প্রধান বিচারপতির বাসভবনে হামলা-ভাংচুর, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ষড়যন্ত্র ও অপতৎপরতা বিরুদ্ধে প্রতিবাদ করেন নেতৃবৃন্দরা। প্রতিবাদ মিছিলটিতে নেতৃত্ব দেন চুয়াডাঙ্গা সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাবেক সহসভাপতি আসাদুল হক বিশ্বাস।
প্রতিবাদ মিছিলে চুয়াডাঙ্গা সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাবেক সহসভাপতি আসাদুল হক বিশ্বাস বলেন, ‘আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসেছিল বলেই আজকে স্বপ্নের পদ্মা সেতু, স্বপ্নের মেট্রোরেলসহ দেশের বিভিন্ন সেক্টরে উন্নয়ন সম্ভব হয়েছে। শেখ হাসিনা না থাকলে যা কিছু ভালো দেখছেন সব ধ্বংস হয়ে যাবে। সামনে নির্বাচন, মনে রাখতে হবে কে কোথা থেকে এসে কোন পরামর্শ দিলো। বিভ্রান্ত হওয়া যাবে না। আমরা একেকজন বঙ্গবন্ধুর প্রতিনিধি হবো।’
প্রতিবাদ মিছিলে অংশগ্রহণ করেন জেলা শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম সারোয়ার, সহ-সভাপতি সেলিম মল্লিক, জেলা কৃষক লীগের দপ্তর সম্পাদক রাকিব আহম্মেদ জনি, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সদস্য আব্দুল আলিম, পৌর কৃষক লীগের যুগ্ম আহ্বায়ক তারিক আজিজ নয়ন প্রমুখ। এছাড়াও, আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও সাধারণ মানুষেরা এই মিছিলে অংশ নেয়।
অপরদিকেঃ
বিএনপি-জামায়াতের ডাকা তৃতীয় দফা অবরোধের প্রতিবাদ জানিয়েছে চুয়াডাঙ্গা জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে চুয়াডাঙ্গা জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নেতৃত্বে গতকাল বৃহস্পতিবার সকাল ৮ টা থেকে শহীদ হাচান চত্ত্বর, কেদারগঞ্জ নতুন বাজার, হাটকালুগঞ্জ ভিমরুল্লা, সাতগাড়ি করিমন স্টান্ড স্বেচ্ছাসেবক লীগের কর্মী ও কোর্ট মোড়ে ছাত্রলীগের নেতাকর্মীরা দিনব্যাপী অবস্থান কর্মসূচি পালন করেন। বেলা ১২ টায় জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সৈয়দ ফরিদ আহম্মেদ ও সাধারণ সম্পাদক হাফিজুর রহমান হাফিজের নেতৃত্বে স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের নিয়ে একটি বিশাল মোটরসাইকেল শোডাউন স্লোগানে স্লোগানে মুখরিত করে শহরের প্রধান প্রধান সড়ক। পরে, চুয়াডাঙ্গা কোর্ট মোড় ডাকবাংলার সামনে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ সমাবেশ করে সংগঠনটি। জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সৈয়দ ফরিদ আহম্মেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাফিজুর রহমান হাফিজের পরিচালনায় বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জুয়েল রানা, সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর মাফিজুর রহমান মাফি।
এ সময় আরও উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গা জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাবেক সদস্য আব্দুর রাজ্জাক, আতিউর রহমান বিপ্লব,আবু তাহের, আসাদুজ্জামান সবুজ, আব্দুল আলিম, সামাদ মল্লিক, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ জানিফ, জেলা শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুক্তার মিলন, পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক শেখ সামি তাপু, দামুড়ুহুদা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আখতারুজ্জামান বাবু, সাধারণ সম্পাদক আব্দুর রহিম, সহ সভাপতি মশিউর রহমান রানা, সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান সেবা, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা ইমরান আহাম্মেদ, রুস্তম আলী বুদো, ইব্রাহিম শেখ ইমরান, ফরহাদ বাউল, শাহিন, হাসানুজ্জামান লাল্টু, পৌর স্বেচ্ছাসেবক লীগ নেতা জাহাঙ্গীর হোসেন, ইলিয়াস হোসেন, আকাশ, ইমরান শেখ, পিকন, পাপেল, রুবেল, এস আহমেদ রাকিব, উজ্জ্বল, শুভ, শাওন, জোরারপুর ইউনিয়ন সাধারণ সম্পাদক বাবু, কুতুবপুর ইউনিয়ন সভাপতি আক্তার হোসেন, সহ সভাপতি দিলীপ, গড়াইটুপি ইউনিয়ন সাধারণ সম্পাদক রানা, জেহালা ইউনিয়ন সভাপতি রহিদুল ইসলাম, তিতুদাহ ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ নেতা আলামিন, আইলহাস ইউনিয়ন সাংগঠনিক সম্পাদক রাসেল, ১ নং ওয়ার্ড সভাপতি ওয়াশিম মিয়া, সাধারণ সম্পাদক মামুন খন্দকার, ২ নং ওয়ার্ড সভাপতি ফারুক হোসেন, ৩ নং ওয়ার্ড সভাপতি নাজমুল, সাধারণ সম্পাদক টোকন, সাংগঠনিক সেলিম মল্লিক, ৪ নং ওয়ার্ড সভাপতি পিন্টু, ৬ নং ওয়ার্ড সভাপতি উজ্জ্বল হোসেন, ৭ নং ওয়ার্ড সভাপতি সজিব, সাধারণ সম্পাদক আবুল কাশেম, ৮ নং ওয়ার্ড সাধারণ সম্পাদক আলমগীর কবির, ৯ নং ওয়ার্ড সাধারণ সম্পাদক সুমন, সাবেক জেলা ছাত্রলীগের সদস্য, পৌর সাংগঠনিক সম্পাদক গাজী ইমদাদুল হক সজল ,রাকিবুল হাসান নিপ্পন, রাকিব, পাপন হাসান সবুজ, আরিফিন সজিব, ফারহান রাব্বি, টুটুল, ফয়সাল, হিমেল, আল মামুন, রাইসুল, সাব্বির, স্বাধীন, সাকিব, নাজমুল প্রমুখ