জুড়ানপুর প্রতিবেদক:
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার রামনগরে ইংলিশ টিউটোরিয়াল সেন্টার ফুটবল প্রতিযোগিতা-২০২৩ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকাল ৩টায় কলাবাড়ি-রামনগর হাই স্কুল মাঠে প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ইংলিশ টিউটোরিয়াল সেন্টারের পরিচালক উজ্জ্বল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে মাঠে উপস্থিত থেকে খেলা উপভোগ ও পুরস্কার বিতরণ করেন জুড়ানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহরাব হোসেন।
এসময় প্রধান অতিথি সোহরাব হোসেন বলেন, ‘সুনাগরিক হতে হলে লেখাপড়ার কোনো বিকল্প নেই। আর লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা মানুষের মনকে সচেতন করে তোলে। খেলাধুলা সমাজের অপরাধমূলক কর্মকাণ্ড থেকে সমাজকে দূরে রাখে। তাই সুস্থভাবে জীবন-যাপন করতে খেলাধুলার বিকল্প নেই। তাই ভালভাবে লেখাপড়া করতে হলে শিক্ষা প্রতিষ্ঠানে খেলাধুলার সুন্দর পরিবেশ রাখতে হবে।’
ফুটবল প্রতিযোগিতায় এসএসসি ও এইচএসসি একাদশ মুখোমুখি হয়। খেলার নির্ধারিত সময় শেষে এসএসসি একাদশ ৩-১ গোলে জয়লাভ করে। এসএসসি একাদশের খেলোয়াড় রাকিব ম্যাচ সেরা নির্বাচিত হন। খেলায় রেফারির দায়িত্ব পালন করেন আব্দুল খালেক ও সহকারী রেফারির দায়িত্বে ছিলেন তন্ময় এবং জনি। ধারাভাষ্য প্রদান করেন শেখ সাদায়েত ও সালেকিন শোভন।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা পৌর ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ শাহজাহান আলী, ডা. আফসার উদ্দীন কলেজের অধ্যক্ষ মাহাবুল ইসলাম সেলিম, কলাবাড়ি-রামনগর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান, এ্যাডভোকেট তসলিম উদ্দিন ফিরোজ, বিশিষ্ট সমাজসেবক শাহীনুজ্জামান শাহীন, ইউপি সদস্য আল-আমিন হোসেন ও প্রভাষক সাদিকুল ইসলাম। অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন ইংলিশ টিউটোরিয়াল সেন্টারের সহকারী পরিচালক বাবুল আলী।