নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গা পৌর এলাকার ১, ২ ও ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের আয়োজনে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকেলে শহরের কেদারগঞ্জ বাজারে এ সমাবেশের আয়োজন করা হয়। রাজধানী ঢাকায় শান্তিপূর্ণ মহাসমাবেশের নামে বিএনপি-জামাত কর্তৃক পুলিশ হত্যা, অগ্নিসংযোগ, সন্ত্রাস, নৈরাজ্য ও প্রধান বিচারপতির বাসভবন ভাংচুরের প্রতিবাদে ধারাবাহিক শান্তি সমাবেশ কর্মসূচি পালন করছে জেলা আওয়ামী লীগ।
গতকালের সমাবেশে সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা পৌর ১নং ওয়ার্ড আওয়ামী লীগে সভাপতি আব্দুল মতিন। সমাবেশে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, সাবেক সাংগঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নান, সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এ্যাড. তালিম হোসেন, সাবেক আইন বিষয়ক সম্পাদক এ্যাড. নুরুল ইসলাম, সাবেক উপ-প্রচার সম্পাদক শওকত আলী বিশ্বাস, সাবেক কার্য নির্বাহী সদস্য এ্যাড. বেলাল হোসেন, পৌর আওয়ামী লীগের সভাপতি আলাউদ্দিন হেলা ও সাধারণ সম্পাদক আব্দুল কাদের সহ পৌর ওয়ার্ড আওয়ামী লীগের সকল ওয়ার্ড সভাপতি/সাধারণ সম্পাদকগণ, জেলা শ্রমিক লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আফজালুল হক, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান গরীব রুহানি মাসুম, মহিলা ভাইস চেয়ারম্যান শাহজাদী মিলি, জেলা মহিলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক নুরুন্নাহার কাকলী, জাতীয় মহিলা সংস্থা চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি নাবিলা রুকসানা ছন্দা, জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক গিণি ইসলাম, পৌর মহিলা আওয়ামী লীগের সভাপতি সাফিয়া সাহাব, জেলা যুবলীগের সাবেক আহ্বায়ক আরেফিন আলম রঞ্জু, যুবলীগ নেতা সিরাজুল ইসলাম আসমান, আব্দুর রশিদ, জাভেদ, আজাদ, মিরাজুল ইসলাম কাবা, শেখ সেলিম, সুমন, টুটুল, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি সাহাবুল হোসেন, ০১নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা ওমর আলী, একরামুল হক, আলমগীর, মিন্টু, সাবেক সাধারণ সম্পাদক চান্দু, সোহেল মাষ্টার, ০২নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা রমজান আলী, মুছাব আলী, আব্দুর রহিম, খাইরুল ইসলাম, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চুয়াডাঙ্গা ইউনিটের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম শাহান, জেলা ছাত্রলীগ নেতা হিমেল মল্লিক, তানভির আহমেদ কাদের, পৌর ছাত্রলীগ নেতা এমদাদুল হক আকাশ, ছাত্রলীগ নেতা মুন্না সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
শান্তি সমাবেশ সফল করার জন্য সার্বিক সহযোগীতা করেন ০১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলজার হোসেন পিন্টু ও সাংগঠনিক সম্পাদক স্বপন আলী, ০২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আতিয়ার রহমান ও সাধারণ সম্পাদক আবুল কালাম, ০৩নং ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জব্বার বাবু ও সাধারণ সম্পাদক সালাউদ্দিন এবং ইয়াছিন আলী, আলুকদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক হাবলুর রহমান মেম্বার, মনোয়ার হোসেন, ইসলামসহ অনেকে।