দামুড়হুদা অফিস:
হরতাল ও অবরোধের নামে বিএনপি-জামায়াতের অগ্নি সংযোগ, বোমাবাজি, সন্ত্রাস এবং নৈরাজ্যের প্রতিবাদে দামুড়হুদায় বিক্ষোভ সমাবেশ করেছে উপজেলা আওয়ামী লীগ। এ উপলক্ষে গতকাল বুধবার বিকেলে দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বাসস্ট্যান্ড থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। বিক্ষোভ মিছিলটি চৌরাস্তার মোড় হয়ে পুনরায় বাসস্ট্যান্ডে এসে শেষ হয়। বিক্ষোভ মিছিল শেষে বাসস্ট্যান্ডে অনুষ্ঠিত হয় সমাবেশ।
দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সভাপতি চুয়াডাঙ্গা জেলা পরিষদ চেয়ারম্যান মাহফুজুর রহমান মনজুর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আজাদুল ইসলাম আজাদ। আরও উপস্থিত থেকে বক্তব্য রাখেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাবেক মহাপরিচালক বীর মুক্তিযোদ্ধা ড. হামিদুর রহমান, দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক জুড়ানপুর ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন, দামুড়হুদা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি উপজেলা ভাইস চেয়ারম্যান শহিদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাড. রফিকুল আলম রান্টু, নতিপোতা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোমিনুল হক মমিন মাস্টার, নাটুদাহ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম, জুড়ানপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু তালেব, উপজেলা শ্রমিক লীগের সভাপতি হাজি আব্দুল কাদির, উপজেলা কৃষক লীগের সভাপতি রফিকুল ইসলাম, কার্পাসডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান মাস্টার, উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক চুয়াডাঙ্গা জেলা জজকোর্টের এপিপি অ্যাড. আবু তালেব, উপজেলা কৃষক লীগের সভাপতি রফিকুল ইসলাম, কুড়ুলগাছি ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি কাফি উদ্দীন টুটুল, দামুড়হুদা সদর ইউনিয়ন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বখতিয়ার হোসেন বকুল ও চুয়াডাঙ্গা জেলা পরিষদের সংরক্ষিত নারী সদস্য কোহিনুর বেগম। উপস্থিত ছিলেন দর্শনা পৌর আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি আমির হোসেন, নতিপোতা ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক মহাসিন আলী, দর্শনা পৌর আওয়ামী লীগ নেতা আব্দুল বারীক, নাটুদা ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম, হাউলী ইউনিয়ন আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আব্দুল মালেক, দর্শনা পৌর ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ ফয়সাল, নতিপোতা ৪নং ওয়ার্ড সভাপতি আব্দুর রহমান, ৭নং ওয়ার্ড সভাপতি লিয়াকত আলী মেম্বার, ৮নং ওয়ার্ড সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলাল উদ্দীন, ৯নং ওয়ার্ড সভাপতি আশাদুল হক, যুবলীগ নেতা হযরত আলী, জাহাঙ্গীর আলম, আব্দুল মালেক ভূইয়া, ফজলুর রহমান ফজু, হাফিজুর রহমান, স্বপন মালিথা, সরোয়ার সিদ্দিক মামুন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ নেতা সেলিম মল্লিক, ফারুক হোসেন, কাদিপুরের দেলোয়ার, উপজেলা ছাত্রলীগের আইন বিষয়ক সম্পাদক বুলবুল আহমেদ, হাউলী ইউনিয়ন ছাত্রলীগ নেতা সবুজ, নতিপোতা ইউনিয়ন ছাত্রলীগ নেতা নাহিদ, বশির, সাজেদুরসহ স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, একাত্তরের পরাজিত শক্তি বিএনপি-জামায়াত লুটপাট করে দেশ ধ্বংস করে দিয়েছিল। বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশকে ধ্বংসের দ্বারপ্রান্ত থেকে তুলে এনেছেন। তারই নিরলস প্রচেষ্টায় দেশ আজ মধ্যম আয়ের দেশে রূপান্তর হয়েছে। পদ্মা সেতু, কর্ণফুলী টানেল, মেট্রোরেল, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সবই আজ দৃশ্যমান। ২০৪১ সালের মধ্যে দেশকে স্মার্ট বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে নানামুখী প্রকল্প গ্রহন করেছেন তিনি। পক্ষান্তরে বিএনপি-জামায়াত জোট সরকার দৃশ্যমান কোন উন্নয়ন করেনি। তারা লুটপাট করেছে। বক্তারা আরও বলেন, বিএনপি আজ জনসমর্থন হারিয়ে বিদেশিদের কাছে ধর্ণা দিচ্ছে। তাতে কোন লাভ হবেনা। তারা পুলিশ হত্যা করেছে। প্রধান বিচারপতির বাসভবনে হামলা চালিয়েছে। আওয়ামী লীগের শিঁকড় অনেক গভীরে এটা মনে হয় তাদের জানা নেই, তাই হরতাল অবরোধ দিয়ে আওয়ামী লীগকে ক্ষমতা থেকে হটানো যাবেনা।