নিজস্ব প্রতিবেদক:
বিএনপি-জামায়াতের ডাকা তৃতীয় দফা অবরোধের প্রতিবাদ জানিয়েছে চুয়াডাঙ্গা জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ। গতকাল বুধবার সকাল ৮ টা থেকে শহরের শহীদ হাসান চত্বর, কেদারগঞ্জ নতুন বাজার, হাটকালুগঞ্জ ভিমরুল্লাহ ও সাতগাড়ি করিমন স্ট্যান্ডে স্বেচ্ছাসেবক লীগের কর্মী ও কোর্ট মোড়ে ছাত্রলীগের নেতাকর্মীরা দিনব্যাপী অবস্থান কর্মসূচি পালন করেন। বেলা ১২ টায় জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সৈয়দ ফরিদ আহম্মেদ ও সাধারণ সম্পাদক হাফিজুর রহমান হাফিজের নেতৃত্বে স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের নিয়ে একটি মোটরসাইকেল শোডাউন স্লোগানে স্লোগানে মুখরিত করে শহরের প্রধান প্রধান সড়ক। পরে, চুয়াডাঙ্গা শহরের শহীদ হাসান চত্বরে অবস্থান কর্মসূচি পালক করে সংগঠনটি।
এ সময় আরও উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গা জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাবেক সদস্য, আব্দুর রাজ্জাক, আতিউর রহমান বিপ্লব, মামুন উল হাসান, ইমরান আহাম্মেদ বিপ্লব, আবু তাহের, আসাদুজ্জামান সবুজ, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. জানিফ, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জুয়েল রানা, সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর মাফিজুর রহমান মাফি, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা ইমরান আহাম্মেদ, আলমগীর মেম্বার, পৌর স্বেচ্ছাসেবক লীগ নেতা জাহাঙ্গীর হোসেন, ইলিয়াস হোসেন, আকাশ, ইমরান শেখ উজ্জ্বল, শিমুল লস্কর, শাওন, কুতুবপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আক্তার হোসেন, সাধারণ সম্পাদক মেহেদী হাসান, গড়াইটুপি ইউনিয়নের সভাপতি আতিয়ার রহমান, শংকচন্দ্র ইউনিয়ন সভাপতি মানিক সিকদার, নিহালপুর ইউনিয়ন সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, তিতুদাহ ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ নেতা আলামিন, ১ নং ওয়ার্ড সভাপতি ওয়াশিম মিয়া, সাধারণ সম্পাদক মামুন খন্দকার, ২ নং ওয়ার্ড সভাপতি ফারুক হোসেন, ৩ নং ওয়ার্ড সভাপতি নাজমুল সাধারণ সম্পাদক টোকন, সাবেক জেলা ছাত্রলীগের সদস্য, পৌর সাংগঠনিক সম্পাদক ইমদাদুল হক সজল, পাপন হাসান সবুজ, টুটুল, তন্ময়, জয়, ফয়সাল, হিমেল, আল মামুন, রাইসুল, সাব্বির, স্বাধীন, রাতুল, জুয়েল, প্রেম প্রমুখ।