নিজস্ব প্রতিবেদক:
আলমডাঙ্গায় বিএনপি-জামাতের ডাকা তিন দিনের অবরোধের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল, শান্তি ও উন্নয়ন সমাবেশ করেছে জেলা আওয়ামী লীগ। গতকাল বুধবার বিকেলে আলমডাঙ্গা উপজেলার ওসমানপুর বাজারে এ প্রতিবাদ মিছিল করে জেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ সময় শহরের বিভিন্ন পয়েন্টে অবস্থান করতে দেখা যায় তাদের। শান্তিপূর্ণ মহাসমাবেশের নামে বিএনপি-জামাত কর্তৃক ঢাকায় পুলিশ হত্যা, অগ্নিসংযোগ, সন্ত্রাস, নৈরাজ্য, প্রধান বিচারপতির বাসভবনে হামলা-ভাংচুর, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ষড়যন্ত্র ও অপতৎপরতা বিরুদ্ধে প্রতিবাদ করেন নেতৃবৃন্দরা। প্রতিবাদ মিছিলটিতে নেতৃত্ব দেন চুয়াডাঙ্গা সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাবেক সহসভাপতি আসাদুল হক বিশ্বাস।
প্রতিবাদ মিছিলে চুয়াডাঙ্গা সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাবেক সহসভাপতি আসাদুল হক বিশ্বাস বলেন, এই সরকারের বিকল্প নেই। নির্বাচন আসলেই কেউ না কেউ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করে। সংবিধান অনুযায়ী ভোট হবে। জনগণের ভোট জনগণ দেবে, এটাই আমরা চাচ্ছি। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আছে বলে দেশের উন্নয়নে গতি রয়েছে। গত ১৫ বছরে দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। সেই উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় দেশের জনগণ এখন নির্বাচনের মাধ্যমে জননেত্রী শেখ হাসিনা সরকারকে আবারো ক্ষমতায় আনতে উন্মুখ হয়ে আছে। আগামী নির্বাচন নস্যাৎ করতে বিএনপি জামায়াত অপতৎপরতা চালিয়ে যাচ্ছে। বর্তমান অর্থনৈতিক ও রাজনৈতিক বাস্তবতায় দেশের উন্নয়ন এবং গণতন্ত্রের স্বার্থে বাংলাদেশে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার বিকল্প নেই।
প্রতিবাদ মিছিলে অংশগ্রহণ করেন জেলা শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম সারোয়ার, সহ-সভাপতি সেলিম মল্লিক, জেলা কৃষক লীগের দপ্তর সম্পাদক রাকিব আহম্মেদ জনি, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সদস্য আব্দুল আলিম, পৌর কৃষক লীগের যুগ্ম আহ্বায়ক তারিক আজিজ নয়নসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মী ও স্থানীয় লোকজন।