নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গা সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাবেক সহসভাপতি আসাদুল হক বিশ্বাস বলেছেন, দলের মধ্যে ঐক্য নষ্ট করা যাবে না। দলের ঐক্য থাকলে সকল অপশক্তি মোকাবেলা করা সম্ভব। এদেশের উন্নয়ন অব্যহত রাখতে হলে, এই সরকারের বিকল্প নেই। নির্বাচন আসলেই কেউ না কেউ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করে। সংবিধান অনুযায়ী ভোট হবে। জনগণের ভোট জনগণ দেবে, এটাই আমরা চাচ্ছি। গতকাল বুধবার বিকেল চারটায় আলমডাঙ্গা উপজেলার হারদী ইউনিয়নে গণসংযোগ শেষে হারদি ওসমানপুর বাজারে কর্মীসভায় এসব কথা বলেন তিনি। আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচন বানচালের ষড়যন্ত্র অপ-তৎপরতার বিরুদ্ধে জনগণকে সজাগ রাখতে গণসংযোগ ও কর্মীসভা অব্যহত রেখেছেন তিনি। এ কর্মীসভায় চুয়াডাঙ্গা সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাবেক সহসভাপতি আসাদুল হক বিশ্বাস আরও বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আছে বলে দেশের উন্নয়নে গতি রয়েছে। দেশ ব্যাপি উন্নয়নের মহাযজ্ঞ চলছে। দেশের প্রতিটি স্তরে উন্নয়ন হলেও নাকি বিএনপির চোখে কোন উন্নয়ন ধরা পড়েনা। দেশের মানুষ জেনে গেছে আওয়ামী লীগ সরকারের উন্নয়নের কথা। তারা কেউ আর সন্ত্রাসীর হাতে ক্ষমতা দেবে না।
আসাদুল হক বিশ্বাস চুয়াডাঙ্গা-১ আসনে দলীয় মনোনয়ন প্রত্যাশার কথা জানিয়ে বলেন, বঙ্গবন্ধুর ডাকে তৎকালীন সাড়ে সাত কোটি মানুষ বুকের রক্ত দেওয়ার জন্য ঝাপিয়ে পড়েছিলো। অস্ত্র হাতে নিয়েছিলো। আমি আপনাদের বঙ্গবন্ধুর প্রতিনিধি হতে চাই। আমি আপনাদের আজ পর্যন্ত ঠকায়নি। ৩২টি বছর আপনাদের সেবা করে যাচ্ছি। আপনারা আমার মরণ পর্যন্ত আমার কাছ থেকে ঠকবেন না। আমাকে আপনাদের সাথে রাখতে হবে। আপনাদের সকল বিষয়ে ভাবার সুযোগ করে দিতে হবে। আপনাদের ভালো মানুষ খুঁজতে হবে। সময় এসেছে ভালো মানুষ খোঁজার।
হারদী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আহসান হাবিব ট্রাক্টরের সভাপতিত্বে ও হারদী ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক রাজিবুল হাসান রাজুর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা শ্রমীকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার মুক্তার, জেলা কৃষকলীগের দপ্তর সম্পাদক রাকিব আহমেদ জনি, সাবেক জেলা স্বেচ্ছাসেবকলীগ সদস্য আব্দুল আলিম। এসময় আরও উপস্থিত ছিলেন, হারদী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আহছানুজ্জামান ঝন্টু, সহসভাপতি শাহাদৎ হোসেন, আইলহাস ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগ সভাপতি লিটন মোল্লা, হারদী ইউনিয়ন আওয়ামী লীগের সাংগটনিক সম্পাদক আক্তারুজ্জামান আক্তার, আলমডাঙ্গা উপজেলা পল্লি বিদ্যুত সমিতির সভাপতি আব্দুস সোবহান গোলাপ, সদর পৌর কৃষকলীগের যুগ্ম আহ্বায়ক তারেক আজিজ নয়ন, আলুকদিয়া কৃষকলীগের সভাপতি শাহিন বিশ্বাস, হারদী ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ইনামুল হক, খাসকররা ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনিচুর রহমান আনিচ, বাদাী ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি বাবলু মিয়া, সহসভাপতি আলম হোসেন, প্রবীণ আওয়ামী লীগ নেতা সেরেগুল হোসেন, আলমডাঙ্গার যুবলীগ নেতা মশিউর রহমান, কালিদাসপুর ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক মনির উদ্দীন, আলুকদিয়া ইউনিয়ন শ্রমীক লীগ নেতা শফিকুল ইসলাম শফি, হারদী ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগ নেতা আরিফুল ইসলাম, নাজমুল হোসেন, রাজিবুল ইসলাম, চাঁদ মিয়া, টিপু সুলতান, তোতা শেখসহ আওয়ামীলীগ, যুবলীগ, কৃষকলীগ, ছাত্রলীগসহ অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা।