নিজস্ব প্রতিবেদক:
আলমডাঙ্গার গোকুলখালীর ডা. আফছার উদ্দিন কলেজে ইভটিজিং, মাদক, জঙ্গিবাদ, দুর্নীতি ও আত্মহত্যার বিরুদ্ধে সচেতনতা সৃষ্টিতে মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে কলেজের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমা।
এসময় মাদক, জঙ্গিবাদ, সন্ত্রাস, বাল্যবিবাহ রোধে জনগণকে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়ে জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমা বলেন, ‘এসব রোধ করতে না পারলে একটি সুন্দর সমাজ গড়া সম্ভব হবে না। মাদক শুধু একজন মানুষকে নয় একটা পরিবারকে ধ্বংসের দিকেও ঠেলে দেয়। বিদ্যালয়ের শিক্ষক, মসজিদের ইমাম, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক কর্মী, ডাক্তার, আইনজীবী, প্রকৌশলী, ছাত্র-শিক্ষক, কৃষক-শ্রমিক-জনতাসহ সকলকে ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাস-জঙ্গিবাদ, মাদক, ইভটিজিং বাল্যবিবাহ দমনে তৎপর হতে হবে। নিয়মতান্ত্রিকতা, আইনের প্রতি শ্রদ্ধা ও দেশপ্রেমই হবে আমাদের বর্তমান মহাপ্রতিরোধ আন্দোলনের মূল শক্তি।
ডা. আফছার উদ্দিন কলেজের সভাপতি জিল্লুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা দাস, চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর সিদ্দিকুর রহমান, জেলা শিক্ষা অফিসার আতাউর রহমান, ও ডা. আফছার উদ্দিন কলেজের অধ্যক্ষ মাহবুল ইসলাম সেলিম। এসময় শিক্ষাপ্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।