নিজস্ব প্রতিবেদক:
‘প্রীতি ও প্রেমের বাঁধনে যবে মিলি পরস্পরে, স্বর্গ আসিয়া দাঁড়ায় তখন আমাদের কুঁড়ে ঘরে’ এই প্রীতিময় প্রতিপাদ্যে সাংবাদিকদের সৌজন্যে প্রীতিভোজের আয়োজন করেছে চুয়াডাঙ্গা জেলা পুলিশ। গতকাল মঙ্গলবার দুপুর ২টায় পুলিশ পুলিশ পার্কে এ প্রীতি ভোজের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গার পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন।
প্রীতিভোজ অনুষ্ঠানে আরও অংশ নেন অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) রিয়াজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আনিসুজ্জামান লালন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অ্পস) নাজিম উদ্দীন আল আজাদ, ডিআইও-১ আবু জিহাদ ফখরুল আলম খান, চুয়াডাঙ্গা জেলা প্রেসক্লাবের সভাপতি অ্যাড. মানিক আকবর, দৈনিক আকাশ খবরের সম্পাদক জান্নাতুল আওলিয়া নিশি, দৈনিক মাথাভাঙ্গার সম্পাদক সরদার আল আমিন, সিনিয়র সাংবাদিক রাজীব হাসান কচি ও বিপুল আশরাফসহ জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
প্রীতিভোজের মূল আয়োজক চুয়াডাঙ্গার পুলিশ সুপার আব্দুল্লাহ মামুন বলেন, ‘সাংবাদিক ও পুলিশ সবসময়ই পাশাপাশি থেকে সমাজের বিভিন্ন সমস্যার সমাধানে কাজ করে থাকে। তাই দুটি পেশার মানুষের কাজ যেহেতু অনেকটাই একই রকম সেই কারণে এ দু-পেশার মানুষের মধ্যে প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করার জন্যই আজকের এই আয়োজন। বক্তৃতার এক পর্যায়ে ‘মোর পরিচয় এই হোক আমি তোমাদেরই লোক’ এ ধরনের মন্তব্য করেন এসপি মামুন।
আনন্দঘন প্রীতিভোজ শেষে চুয়াডাঙ্গা জেলা পুলিশের আয়োজনে চমৎকার রাফেল ড্র অনুষ্ঠিত হয়। এ আকর্ষণীয় রাফেল ড্র তে উপস্থিত প্রত্যেক সাংবাদিকদের জন্য যেমন ছিল উপহার তেমনি, চুয়াডাঙ্গা জেলার নামের বানানের অক্ষর নিয়ে গোপন লটারিতে ৯জন সাংবাদিক বিশেষ পুরস্কার লাভ করেন।